1. স্মরণীয় বরণীয়

বদরুজ্জামান (১৯৪২ – ২০০২)

কবি বদরুজ্জামান ১৯৪২ সালের ১২ অক্টোবর, মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন বরালিদাহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কপিল উদ্দিন বিশ্বাস। কবির প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয় নিজগ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। এরপর নাকোল রাইচরণ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন। উক্ত হাইস্কুল থেকে ১৯৫৮ সালে ম্যাট্রিক পাস করেন।

এরপর মাগুরা হােসেন শহীদ সােহরাওয়া্দী কলেজে ভর্তি হন এবং এই কলেজ থেকে ১৯৬০ সালে আই.এ পাস করেন। ১৯৬২ সালে রাজশাহী বিভাগের অধীনে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ডিগ্রি পাস করেন। কবি কর্মজীবনের শুরু থেকে আমতৈল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যােগদান করেন। এরপর নাকোল রাইচরণ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যােগদান করেন। 

কবির একমাত্র প্রকাশিত কাব্যগ্রন্থ স্বপ্নসিড়ি’ (১৯৮৪)। স্কুল জীবন থেকেই বাংলাসাহিত্যের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ ছিল। কলেজজীবন থেকেই তাঁর লেখা কবিতা, গল্প, দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতে থাকে। কবি বদরুজ্জামান ৩ মে, ২০০২ ইং সালে কলকাতা পিআরলেস হাসপাতালে ইন্তেকাল করেন। 

মন্তব্য: