1. স্মরণীয় বরণীয়

আলহাজ্ব মোঃ আাঃ বারী মিয়া (১৯৪১-)

এই ‘সােনার বাংলাদেশ’ শিরােনামের কবিতাটির কবি আলহাজ্ব মােঃ আঃ বারী মিয়া। আলহাজ্ব মােঃ আঃ বারী মিয়া, ১লা জানুয়ারি ১৯৪১ সালে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলাধীন দোহারাে হাকিমপুর গ্রামে তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস-মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন সাহেবপাড়া গ্রামে। তাঁর পিতার নাম মৌলানা মােঃ হায়দার আলী মিয়া ও মাতার নাম বেগম নূরজাহান হায়দার। কবির শিক্ষাজীবন শুরু হয় নবগ্রাম জুনিয়র মাদ্রাসায়। এরপর মাগুরা এজি হাই মাদ্রাসায় ভর্তি হন এবং ১৯৫৭ সালে উক্ত হাই মাদ্রাসা হতে হাই মাদ্রাসা পাস করেন। পরবর্তীতে মাগুরা হােসেন শহীদ সােহরাওয়ার্দী কলেজে ভর্তি হন এবং উক্ত কলেজ থেকে ১৯৬০ সালে আইএ এবং ১৯৬৩ সালে বিএ পাস করেন। ১৯৬৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিটিকলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন।

কবি আলহাজ্ব মােঃ আঃ বারী মিয়া ১৯৫২ সালের মহান ভাষাআন্দোলনে যােগদান করেন ১৯৫৯-১৯৬০ সালে মাগুরা কলেজের ছাত্র-ছাত্রী সংসদের মেম্বার নির্বাচিত হন এবং ১৯৬০-১৯৬১ সালে ছাত্র-ছাত্রী সংসদের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। ১৯৬০-১৯৬১ সালে মাগুরা কলেজের ভিপি পদে প্রতিযােগিতা করেন। ১৯৬০-‘৬১ সালে উক্ত কলেজের বার্ষিকীর সম্পাদক। ১৯৬২ সালে শিক্ষাআন্দোলনের মাগুরা তৎকালীন মহকুমার সাধারণ সম্পাদক ছিলেন। কবি আলহাজ্ব মােঃ আঃ বারী মিয়া শিক্ষাজীবন শেষ করে ডুমাইন জুনিয়র হাইস্কুলে প্রধান মৌলভী হিসাবে কর্মজীবনে প্রবেশ করেন। পরবর্তীতে উক্ত হাইস্কুলের প্রধান শিক্ষক হন। এরপর নবগ্রাম জুনিয়র হাইস্কুলে প্রধান শিক্ষক হিসাবে যােগদান করেন। এখানে বছর তিন শিক্ষকতা করার পরে লাঙ্গলবাঁধ হাইস্কুলে (অধুনালুপ্ত) বাণীবহ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক হিসাবে যােগদান করেন। পরবর্তীতে তিনি নাকোল রাইচরণ দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়, ডুমাইন জুনিয়র হাইস্কুল, সমাধি নগর আর্যসংঘ বিদ্যামন্দির (বাইলেটারাল হাইস্কুল) ও কামান্না দ্বিমুখী উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যােগদান করেন। উক্ত হাইস্কুলে সুদীর্ঘকাল শিক্ষকতা করার পর ১৯৯৮ সালে অবসর গ্রহণ করেন।  কবি আলহাজ্ব মােঃ আঃ বারী মিয়া ১৯৬০ সালে মাগুরা জেলার সদর উপজেলাধীন বারাশিয়া গ্রামের বেগম মমতাজ বারীকে বিবাহ করে সংসার জীবনে প্রবেশ করেন। কবি আলুহাজ্ব মােঃ আঃ বারী মিয়া সমাধিনগর আর্যসংঘ বিদ্যামন্দিরের বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (১৯৬৮)। বাস মশিস -এর খুলনা বিভাগের সহকারী সম্পাদক (১৯৯৫-১৯৯৭) ছিলেন। শ্রীপুর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে সার্টিফিকেট প্রাপ্ত এবং নবগাম হাইসকুলের অন্যতম প্রতিষ্ঠাতা। 

মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয়ের গবেষণামূলক ‘মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয় পরিক্রমা’-এর সম্পাদক। পর পর ছয়খানা মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিকীর সম্পাদক। তাঁর বহু কবিতা, প্রবন্ধ, স্মৃতিচারণ মূলক লেখা দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কবির অ-প্রকাশিত পাণ্ডুলিপি : স্মৃতিচারণ- নিজ জীবনের স্মৃতিকথা, ‘স্মৃতি বিজড়িত নবগ্রাম’ সপ্ত সিন্ধু (সনেট কাব্যগ্রন্থ); ‘পড় তােমার প্রভুর নামে (সনেট কাব্যগ্রন্থ); ইত্যাদি। কবি’র কবিতা, প্রবন্ধ, এদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে। 

মন্তব্য: