1. স্মরণীয় বরণীয়

মােঃ কামাল হােসেন খান (১৯৩৮ -)

কবি মােঃ কামাল হােসেন খান- বি.এ ৮ জানুয়ারি, ১৯৩৮ সালে মাগুরা জেলার সদর উপজেলাধীন বগিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মােঃ ইয়ার আলী খান ও মাতার নাম মােসাক্মৎ উষা বেগম। কবি মােঃ কামাল হােসেন খানের যখন অল্প বয়স তখন তিনি তাঁর মাকে হারান। তিনি যখন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র তখন তাঁর পিতা ইন্তেকাল করেন। অতি কষ্টে বিমাতা ভাইদের অন্নে প্রতিপালিত তিনি। তাঁদের অনিচ্ছা সত্ত্বেও বহু কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে তিনি লেখাপড়া করেছেন। অত্যন্ত ধৈর্য ও সাধনার ফলে শত বাধা-বিঘ্ন অতিক্রম করে তিনি বগিয়া ইউ.পি প্রাথমিক স্কুল থেকে প্রাথমিক শিক্ষাজীবন সমাপ্ত করে এবং এ.বি.পি, হাইস্কুলে ভর্তি হন। উক্ত হাইস্কুল থেকে ১৯৫৪ সালে ম্যাট্রিক পাস করেন। মাগুরা সরকারি হােসেন শহীদ সোেহরাওয়ার্দী কলেজ থেকে ১৯৬২ সালে আই.এ এবং ১৯৬৬ সালে বি.এ পাস করেন। শিক্ষাজীবন শেষ করে পরবর্তী কালে তিনি নাটবাড়িয়া হাইস্কুলে কয়েক বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী মােসাম্মৎ মাহমুদা খানম। ১৯৬৮ সালে তিনি নাটবাড়িয়া হাইস্কুলের চাকরি ত্যাগ করেন এবং নিজ গ্রামে এসে বগিয়া হাইস্কুল প্রতিষ্ঠা করেন এবং তিনি উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।  ১৯৭১ সালে মহান স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা ছিল। তিনি বীর মুক্তিযাদ্ধা হিসেবে এলাকায় সুপরিচিত ব্যক্তিত্ব। স্বাধীনতার পর সরকারি চাকরিতে যােগদান করেন শিক্ষক হিসেবে। স্কুল ভেঙ্গে যাবার উপক্রম হলে শিক্ষকতা জীবন ইস্তফা দেন এবং সমাজসেবায় নিজেকে নিয়ােজিত করেন। তিনি আলােকদিয়া অমরেশ বসু মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটিতে দীর্ঘ বছর সদস্য ছিলেন। এছাড়াও এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। মানুষের সেবা করা এবং জ্ঞানের আলো বিকশিত করা তাঁর মূল উদ্দেশ্য ও লক্ষ্য। তিনি একজন আদর্শ শিক্ষক শুধু নয়, একজন কবিও। দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হয়েছে।

তাঁর প্রকাশিত গ্রন্থ : ‘ব্যথার কাব্য’ (২০০১); ‘হাদীস বই’ (২০০৩) ইত্যাদি।

মন্তব্য: