1. স্মরণীয় বরণীয়

গােলাম রসূল (১৯২৯-২০০১)

কবি গােলাম রসূল ১৯২৯ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন সােনাতুন্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম খােরশেদ আলী ও মাতার নাম মােসাম্মাৎ জবেদা খাতুন।  কবি গােলাম রসূল এর প্রকাশিত গ্রন্থ ‘ছন্দ পতন’ (কলকাতা-১৯৪৬); ‘তােমার জন্য’ (১৯৪৮);  স্মৃতিচিহ্ন (স্মৃতি কথামূলক গ্রন্থ- ১৯৮৯)। ‘কোহিনূর’ (একাঙ্ক নাটিকাগ্রন্থ-১৯৯১)। ২০০১ সালের ১১ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন।

মন্তব্য: