সুখ্যাত চিত্রাভিনেত্রী ও সঙ্গীতশিল্পী সন্ধ্যা রায় ১৯২৯ সালে মাগুরা জেলার (তৎকালীন বৃহত্তর যশাের জেলার মাগুরা মহকুমার) সদর উপজেলাধীন শত্রুজিৎপুর এর নিকটবর্তী বিষ্ণুপুর নামক গ্রামে এক অতি সাধারণ রায় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলার একজন প্রােথিতযশা চিত্রাভিনেত্রী ও সঙ্গীতশিল্পী। বালিকা অবস্থাতেই নাচ ও গানের প্রতি তাঁর ছিল অত্যন্ত অনুরাগ। দারুণ নাটকীয় তাঁর জীবন। বিবাহিত জীবনে স্বামী নিতাই সাহার সাথে যাত্রাভিনয় বা নৃত্যানুষ্ঠানে অংশ নেয়ার ব্যাপারে মনােমালিন্য হওয়ায় স্বামী ও পুত্রকে রেখে ভারতের পশ্চিম বাংলায় পাড়ি জমান। প্রতিভাময়ী শিল্পী সন্ধ্যা রায় অল্পদিনের মাঝেই অভিনয় সাফল্যে অনেকের দৃষ্টি আকর্ষণ করেন এবং ক্রমে ক্রমে খ্যাতির উচ্চ শিখরে আরোহণ করেন। যিনি আশির দশকে পশ্চিম বাংলার চিত্র ও নাট্যজগতের দুই শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করতে সক্ষম হন। সঙ্গীতজগতে এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে সুনাম অর্জন করেছিলেন। আজ তিনি চিত্র ও নাট্য এবং সঙ্গীত জগতে কিংবদন্তীর অধিকারিণী। 

মন্তব্য: