1. স্মরণীয় বরণীয়

করিম চিশতি (১৯৩৯ – ২০১৮)

কবি করিম চিশতি ১৯৩৯ সালের ১৪ ডিসেম্বর তারিখে মাগুরা জেলা সদর উপজেলাধীনপারনান্দুয়ালী গ্রামে এক সন্ত্রান্ত মুসলিম পরিবারে জন্যগরহণ করেন। তাঁর পিতার নাম মিঞা গােলাম হােসেন ও মাতার নাম কুলসুম নেছা। কবি করিম চিশতি শৈশবকাল থেকেই চিন্তাশীল ও ভাবুক ছিলেন। তাঁর পুরাে নাম আবু কাসেম ফজলুল করিম। এই নামে তিনি তৎকালীন পাকিস্তান আমলে ‘মাসিক দিলরুবা’ পত্রিকায় কবিতা, ছড়া, লিখে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এছাড়া সে সময় দৈনিক সংবাদ পত্রিকা ‘খেলাঘারের পাতায়’ তাঁর বহু কবিতা ও ছড়া প্রকাশিত হয়েছিল। দৈনিক ইত্তেফাক পত্রিকায় তাঁর একাংকিকা নাটিকা ‘কুয়াশা, ‘নাম বিভ্রাট”, ‘সমান্তরাল’ ইত্যাদি প্রকাশিত হয়েছে। তিনি পত্রিকার একজন প্রতিভাবান কবি, গীতিকার ও নাট্যকার। কবি যখন পঞ্চমন্রেণীর ছাত্র ছিলেন, তখন থেকেই কবিতা লেখালেখি শুরু করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে ছােটদের জন্য ‘ছড়া কবিতার বই”, ‘ফুলের সাজি’ ও কাব্যগ্রন্থ ‘বাতিঘর’। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে তাঁর লেখা গানের বই

‘ডাক দিয়েছে দেশের মাটি’ ১৯৭২ সালে প্রকাশিত হয়। কবি ১৯৫৫ সালে রংপুর জেলার কুড়িগ্রাম হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে মাগুরা সরকারি হােসেন শহীদ সােহরাওয়া্দী কলেজে ভর্তি হন এবং উক্ত কলেজ থেকে ১৯৫৮ সালে আই.এ এবং ১৯৬২ সালে কৃতিত্বের সাথে বি.এ পাস করেন। ১৯৬৪ সালে রাজশাহী টি.টি কলেজ থেকে ২য় শ্রেণীতে বি.এড ডিগ্রি প্রাপ্তির পর তিনি তৎকালীন পাকিস্তান সরকারের অধীনে শিক্ষা বিভাগে থানা অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকারের অধীনে শিক্ষা বিভাগে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার উপ শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালে তিনি মৃত্যুবরণ করেন।

মন্তব্য: