1. স্মরণীয় বরণীয়

প্রফেসর ড. সৈয়দ আলী নকী (১৯২৮- )

প্রফেসর ড. সৈয়দ আলী নকী ১৯২৮ সালে মাগুরা জেলার সদর উপজেলাধীন আলােকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম সৈয়দ জাফর সাদেক। তিনি ইসলামী ব্যবস্থায় শিক্ষাজীবন শুরু করেন এবং দাখিল সমমানের তৎকালীন সিনিয়র মাদরাসা পরীক্ষায় অবিভক্ত বাংলার মধ্যে অর্থাৎ ২৮ জেলার মধ্যে উল্লেখযোগ্য নম্বরের ব্যবধানে প্রথম স্থান অধিকার করে বিশেষ স্বর্ণপদক লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে এম. এ ও আমেরিকা ফিলাডেল ফিয়া বিশ্ববিদ্যালয় থেকে পি. এইচ. ডি ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের অধ্যাপনা ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। সমাজ বিজ্ঞান ও পরিসংখ্যানের ওপর তিনি অনেকগুলো বই লিখেছেন। যা ভারত, পাকিস্তানসহ বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ানাে হয়। তিনি বহু বিশ্ববিদ্যালয়ের বরেণ্য, নন্দিত ব্যক্তিত্ব।

মন্তব্য: