) হয় দ্যাখে খোপা, নয় দ্যাখে চোপা

২) হয় দ্যাখে ঘর, নয় দ্যাখে বর

৩) লেপলি পুছলি ঘর, কামালি কুমোলি বর

৪) বুঝবিলো ফেলি, বুঝবি দিন গেলি

৫) নাচতি না জানলি উঠোন বাঁকা

৬) শুনতি শোন যায় রাধানগর, ভাত নেই তার তলো ডাঙ্গর

৭) এদিনও যাবি

    খেড় দিয়ে যে চুল বাঁধবি

    সেও ভাতার পাবি

৮) এই কপালে নুড়ার বাড়ি, নুড়া বেড়ায় বাড়ি বাড়ি

৯) মানলি তাল গাছ, না মানলি বাল গাছ

১০) পোকের ডাল ইনতা খায় না

১১) আড়ে নেই ফোড়ে আছে, বার বাড়ি নেই কাচারী আছে

১২) হাগে ছোচে না পাদে গলা পানিতি

১৩) আমার বাড়ি যাইওরে বেউলা এত বড় সুখ

     তোমার জন্য রাখে থুইছি বারো বছরের খুদ

১৪) আমার ঘরে যাইওরে বেউলা শুয়ার বড় সুখ

     ঘরে শুয়ে দেখতি পারবা চাঁন সুরুজির মুখ

১৫) বাগুন ডোবা পানি দিও, কোকিল ডাকলি নামাইও

১৬) এ কথা সে কথা দেরে বু আলাপাতা

১৭) আমি যা তুমিও তা চেরাগ জ্বালো পান খাই

১৮) খাবোতে বিসমিল্লা দেবোতে তওবা

১৯) চাচীর হলো উস্তে ভাজা, আমার হলো পয়লা রোজা।

২০। কথা বলার সময় ফেরেস্তা কাজে কর্মে ফিরাউন।

২১। কোলে মারবো কিন্তু পুষনে দেব না। 

২২। পিরিতির পেতনিও ভালো

২৩। খিদে চেনে না পান্তা ভাত ঘুমে চেনে না শ্মশান ঘাট।

২৪। কার বা বাড়ায় গায়রে গান কারবা বাড়ায় শোনে। 

২৫। আন্ধার ঘরে সাপ সকল ঘরে সাপ

২৬। নিজে শুতে জায়গা পাই না শংকরকে ডাকে। 

২৭। দুনিয়া একটা জগৎ যা করার নগদ ছগদ। 

২৮। ভাতারে ধরলে নাংগের দোহায় দিলে ছাড়ে না। 

২৯। গুদ ভালো না খুদ ভাজা খাও।

৩০। তেল ঠাফাইনে খৈল আটানা।

৩১। বাপ ঠাপায় না ভেড়ি ছাওয়াল যায় নটি বাড়ি। 

৩২। যা হয় না বিয়ের রাত্রি তা হয় না আশ্বিন কার্তিক। 

৩৩। দিয়া ঘরে দিয়ে খাই না দিয়া ঘরে দোয়ার দিয়ে খাই।

৩৪। বাপের ঘরে নেই গাই চালন নিয়াই দুধ দোয়াই। 

৩৫। কুটুম আমাগের ঠাপায় ফুপোরা।

৩৬। সাধে দিলি বাধে যায়। 

৩৭। আদরের ছাই হাত পেতে খাই । 

৩৮। কপালে যদি মারে গুদ চার সের চালে পাঁচ সের খুদ।

৩৯। কপালে যদি যায় ছাড়ে ফকিরের ঝোলায় লাথি মারে। 

৪০। কথা বলবে যে দুয়ার দেবে সে। 

৪১। যার বিয়ে তার খোঁজ নেই পাড়া পড়শির ঘুম নেই। 

৪২। ঐ না স্ত্রী পান্তা ভাত আর কচুর মুখী। 

৪৩। আজুড়ে মানুষের নাতি ভাতার।

৪৪। মানুষ ঠাপাইনে জজের উকিল।

৪৫। কাছে থাকলে পোড়ে মন দূরে গেলে ঠন ঠন।

৪৬। যদি থাকে মনে তবে থাকে হাড়ির কোণে।

৪৭। মায়ের চেয়ে মাসির দরদ বেশি।

৪৮। গায়ে মানে না আপনি মোড়ল।

৪৯। কথায় কথা ওঠে ভজনে ভরে পেট

      ভালো মানুষ কথা বোঝে অমানুষ বোঝে আমার চ্যাট।

৫০। চাচি বড় দেল পুরা চাই গোস্ত দেয় সুরা।

৫১। পিরিতে মজিলে মন কে-বা মুচি কে-বা ডোম।

৫২। যার সাথে যার ভাব আছে তার পাছাখেন দেখাও লাভ আছে। 

৫৩। মার পোড়ে না মাসির পোড়ে খালার গুদদে ধুমো ওড়ে। 

৫৪। দিয়া দিয়ে খাওয়া ভাই সাহেবের দোয়া। 

৫৫। মানিকে মানিক চেনে শুয়োরে চেনে কচু

       জাহাজের সারেং চেনে চিংড়ি মাছ আর কদু।

৫৬। আই তল বাই তল এই বুড়ির বাপার তল।

৫৭। ক জানেনা কছিমদ্দি।

৫৮। কারো বাঁশ যায় কেউ গিরে গোনে। 

৫৯। বড় বড় হাতি গেল তল, কানা ঘোড়া বলে কত জল। 

৬০। বগলে ইট না শেখ ফরিদ। 

৬১। অতো গুড় আধ সের না।

৬২। ঢিল কাছাই কড়ল মোটা। 

৬৩। আমার বাড়ি কত ভাত, আমার ভাই খায় জেলের ভাত। 

৬৪। কারো খুদও খাবো না গুদও মারবো না। 

৬৫। জানের ক্ষয়, মানের ক্ষয়, আরো মাগী পয়সা চায়। 

৬৬। খাট ভাংলি কুড়ো আছে, এর ভালো আরো আছে। 

৬৭। খুটা নেই তার উঠান ভাতারী।

৬৮। হাটতি হাটতি নলা, খাতি খাতি গলা।

৬৯। হাতি মলিও লাখ বাঁচলিও লাখ।

৭০। ঘাও যার ব্যাথা তার।

৭১। চোরের মার বড় গলা সে খায় দুধ কলা।

৭২। হাগে ছোচে না মুতে গলা পানিতি। 

৭৩। জেচকে জেচ মেলে মোচকে মোচ মেলে। 

৭৪। সুখি থাকলি ভুতি কিলায়। 

৭৫। বয়লা খেলায় ফয়লা লাভ হয় না।

৭৬। হাতে কুদালের চাষ, যে বাঁচে একশ সে বাঁচে পঞ্চাশ।

৭৭। পারে না কথা কতি

       যায় পেয়াদার ভাত আগোতি। 

৭৮। ক্ষেতে বাঙগি নেই কুড়ের ভাওরা আছে। 

৭৯। এমনি যায় না তেনা পেচায়। 

৮০। ভিতর বাড়ি শাক জোটে না বাহির বাড়ি ফুল বিছানা। 

৮১। মাচা নেই তার বুধ বার।

৮২। জামাইএমনি আলি কত খুশি নিয়াইছে সাত বোঝা তাল।

৮৩। নেই মাগীর ফাক্কা ডাগর। 

৮৪। চোদায় না ফটিক ভাত দেও গুটিক গুটিক।

৮৫। পারে না দিন থাকতি উঠে আসে রাত থাকতি।

৮৬। পরের তেলে কাপড় নষ্ট, পরের ভাতে পেট নষ্ট।

৮৭। ওরে ছেমড়ির চেহারা আরো তিন দিন নাইনি।

৮৮। বাওনে মন্তর পড়ে, ফাটা কয় আমার ন্যাওড়ায় শোনে। 

৮৯। জাড় কালে জাড় কাঁটা গরম কালে ঘামাচি

       কোন কালে বউ রূপসী।

৯০। আহালে খায় না কি

       ঝগড়া বাধলি কয় না কি।

৯১। মন ভালো যার, বনে সোনা তার।

৯২। তেজি মুরগীর ছাউ বাঁচে না।  

মন্তব্য: