কবি ও কথাসাহিত্যিক। জন্ম মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন নাকোল গ্রামে। পিতা মির্জা নূরুল হোসেন। মাতা জান্নাত মহল (ইসমাইল হোসেন সিরাজীর নাতনি)। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে ¯œাতকোত্তর। বাসসে ১০ বছর সাংবাদিকতা করেছেন। প্রকাশিত বই হারানো গ্রহের সন্ধানে (সায়েন্স ফিকশন-২০১৬), শব্দ ছুঁয়ে স্বপ্ন নিয়ে (ছোটগল্প-২০১৬), গল্পেরও কিছু গল্প থাকে (ছোটগল্প-২০১৭), গল্পবিলাস  ছোটগল্প-২০১৭), রহস্যের অন্তরালে রহস্য ( ছোটগল্প–২০১৭), অব্যক্ত আর্তনাদ (কবিতা-২০১৭), এক মুঠো জল  ছোটগল্প-২০১৮), অবসাদহীন আবাসন (সায়েন্স ফিকশন- ২০১৯), মিসিং গল্প  ছোটগল্প- ২০১৮), অব্যক্ত আহর্তনাদের সাতকাহন (কবিতা- ২০১৮), আঁধারে আলোর গল্প  ছোটগল্প – ২০১৯), আইজাক সুর্বন এর দ্যা লভ (অনুবাদ- ২০২০)। বেস্ট অনলাইন রাইটার্স অরগানাইজার হিসাবে ২০১৭ সালে এবং ২০১৮ সালে বারিসাস   রাষ্ট্রিয় পুরস্কার লাভ করেন। 

মন্তব্য: