1. লোক

মাগুরা অঞ্চলের লোকজ পোশাক

মাগুরা সদর উপজেলায় মূলত মুসলমান ও হিন্দু ধর্মাবলম্বীদের বাস বেশি। এছাড়াও খ্রীস্টান ধর্মের অল্প কিছু মানুষের বাস রয়েছে এ অঞ্চলে। মুসলমান ও হিন্দুদের মধ্যে আধুনিক পোশাকের অভিন্নতা থাকলেও লোকজ পোশাকে রেেয়ছে ভিন্নতা। আবার কিছু পোশাক আছে যেগুলো মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষ পরিধান করে।  

লুঙ্গিঃ হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের পুরুষের প্রচলিত পোশাক লুঙ্গি। সব পেশার মানুষই রাতে ঘুমানোর সময় এবং বাড়িতে অবসরে লুঙ্গি পরিধান করে। এছাড়া কৃষকদেরকে লুঙ্গি পরিধান করে মাঠে কাজ করতে দেখা যায়। গ্রামাঞ্চলে লুঙ্গিকে থামিও বলা হয়। মুসলিম পরিবারে ছেলেদের সুন্নতে খাতনা দেওয়ার পর তাদেরকে নতুন লুঙ্গি পরিয়ে দেওয়া হয়। 

গামছাঃ গামছা শুধু মাগুরা নয়, সারা বাংলাদেশেরই গ্রামঞ্চলের একটি লোকজ পোশাক। বর্তমানে অনেক ক্ষেত্রে গামছার স্থানে তোয়ালে ব্যবহৃত হলেও গ্রামীন কৃষক পরিবার, জেলে ও মাঝি পরিবারে এখনও হাত-পা, মুখ ও শরীর মুছতে গামছাই ব্যবহার করে থাকে। কৃষকেরা লুঙ্গি পরে, মাজায় গামছা পরিধান করে জমিতে লাঙলের চাষ দেয়।

মন্তব্য: