প্রাবন্ধিক ও অনুবাদক। পৈত্রিক নিবাস মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে। মোবাইল ০১৭১১-৭০৬১৫৮। ই মেইল monojitdas1947@gmail.com দ্য ডেইলি স্টার পত্রিকায় মাগুরা জেলা প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। বিভিন্ন জাতীয় দৈনিক এবং ছোটকাগজে তাঁর অনেক গল্প, অনুবাদ গল্প- উপন্যাস ও প্রবন্ধ ছাপা হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশের অধিক। অনূদিত গ্রন্থের মধ্যে সোয়ান ইন লাভ- মার্সেল প্রুস্ত, দ্য ইংলিশ পেশেন্ট- মাইকেল ওণ্ডটেজ, টার্নিং পয়েন্ট- এ.পি.জে আবদুল কালাম, মাই জার্নি- এ.পি.জে. আবদুল কালাম, লার্নিং হাউ টু ফ্লাই এ.পি.জে. আবদুল কালাম, লিপ অব ফেইথ- কুইন নূর, সোনিয়া- রাশীদ কিদওয়াই, দ্য লাইফ অব ইন্দিরা নেহেরু গান্ধী- ক্যাথরিন ফ্রাঙ্ক (যৌথভাবে), এ ডক্টর ইন দ্য হাউস- তুন ডা. মাহাথির মোহাম্মদ। এছাড়া নোবেল বিজয়ী লেখকদের নির্বাচিত গল্পসংকলন ও বিদেশী প্রেমের গল্প বিশেষভাবে উল্লেযোগ্য। কাব্যগ্রন্থ- অতন্দ্রিলা জেগে নেই ও আমিও নীলকণ্ঠ হতে চাই। গল্প সংকলন- শ্রাবণ রাতে পূর্ণিমার চাঁদ ও ভূতের রাজ্যে সন্তুমামা, মুক্তিযুদ্ধে গল্প- একাত্তরের কান্না। প্রবন্ধ সংকলন- রবীন্দ্রনাথের আলোর বাণী। তিনি দৈনিক বাংলাদেশ বার্তা, কুষ্টিয়া এর রজতজয়ন্তী, নোঙর শিল্প সাংস্কৃতিক গোষ্ঠী ও জাগরণী সাহিত্য সংসদ, কুষ্টিয়া, নজরুল একাডেমী, কুষ্টিয়ার সম্মাননা পদক লাভ করেন। 

মন্তব্য: