1. স্মরণীয় বরণীয়

ওস্তাদ ধীরেন্দ্রনাথ চক্রবর্তী/ভোলাবাবু

ওস্তাদ ধীরেন্দ্রনাথ চক্রবর্তী ১৯২১ সালে মাগুরার শহরতলী নিজনান্দুয়ালী গ্রামে জন্মগ্রহন করেন। পিতা ঈশ্বর প্রতাপ চন্দ্র চক্রবর্তী, মাতা কিরণ বালা দেবী। পিতা ছিলেন পাখোয়াজ, তবলা, জলতরঙ্গ ও সেতারের ওস্তাদ। তিনি কোলকাতার স্টার থিয়েটারের মিউজিক ডিরেক্টর ছিলেন। ওস্তাদ ধীরেন্দ্রনাথ  চক্রবর্তীর জীবন শুরু হয় ভারত বিখ্যাত গিরিজা শংকর ঘরানা দিয়ে। তাঁর ওস্তাদ ছিলেন নিরাঞ্জন মুখার্জী। উচ্চাঙ্গ সংগীতের মাধ্যমে মাগুরার সংগীত জগৎকে আলোকিত করেন। সঙ্গীতের পাশাপাশি তিনি নাটকও করেছেন। তার প্রথম নাটক ‘পথের শেষ’। অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে ‘পি ডব্লিউ ডি’, ‘মানময়ী’, ‘গার্লস স্কুল’, ‘সীতা’, ‘দুর্যোধন’, ‘তুফানী’, ‘অপদা’, ‘শীবার্জুন’, ‘কর্ণার্জুন’, ‘আলীবাবা’, ‘বেহুলা’, ‘চাঁদ সওদাগর’, ‘টিপু সুলতান’, ‘কালীন্দি’, ‘জগধাত্রী’, ‘নদের চাঁদ’, ‘সপ্তরাণী’ প্রভৃতি। নির্দেশনা দেন ‘বিন্দুর ছেলে’ ও ‘রামের সুমতি’ এবং বহু নাটকে সংগীত পরিচালনা করেন। সংগীতে উপাধি লাভ করেন ‘গীতি ভারতী’। 

মন্তব্য: