লোকজ সংগীত শিল্পী। জন্ম রাজবাড়ি জেলায়। বৈবাহিক সূত্রে বাস মাগুরার শ্রীকুণ্ডি গ্রামে। পিতা জ্যোতিষ চন্দ্র ঘোষ, মাতা রীতা ঘোষ। স্বামী প্রশান্ত বিশ্বাস। ১৯৮৭ সালে বাবার কাছে সংগীতে হাতেখড়ি। এ ছাড়াও তিনি চায়না চক্রবর্তীর কাছে সংগীতের তালিম নিয়েছেন। রাজবাড়ি শিল্পকলা একাডেমি থেকে সংগীতে চার বছরের কোর্স সম্পন্ন করেছেন। আঞ্চলিক পর্যায়ে লোকগীতির উপর সম্মাননা অর্জন করেছেন। বর্তমানে তিনি আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, মাগুরা শাখার সদস্য।

মন্তব্য: