সাংবাদিক, গণমাধ্যমকর্মী, কবি, গীতিকার, সম্পাদক ও সংগঠক। জন্ম    মাগুরা শহরের খানপাড়ায়। মোবাইল ০১৯১২-১৩৪৯৪১ ই-মেইল shamimkhandec@gmail.com মাগুরা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মাগুরা লেখক জোট এর সভাপতি এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন সময়ে মৌনমুখর, আবাহন, জনক, সসস্ত্র হব অজস্র মুক্তিতে এবং চৌরঙ্গী সাহিত্যের কাগজের সম্পাদনা করেন। শামীম খান ১৯৮৯ সালে কুষ্টিয়া থেকে প্রকাশতি দৈনিক বাংলাদশে পত্রিকায় সাংবাদিকতা শুরু করনে। পরর্বতীতে র্পযায়ক্রমে ১৯৯১ সালে দৈনিক খবর, ১৯৯৭ সালে দৈনিক মানবজমনি, ২০০৬ সালে দৈনিক যায় যায় দিন, ২০১০ সাল থেকে দৈনিক কালের কণ্ঠ মাগুরা জলো প্রতিনিধি হিসাবে কাজ করেন। একই সাথে তিনি চ্যানেল আই এর মাগুরা জেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন।  ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দৈনিক মাগুরার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ম্যাস অনলাইন মিডিয়া সেন্টার এম এম সি’র মাগুরা জেলা প্রতিনিধি হিসাবে তিনি দীর্ঘদিন জেলার অর্ধশতাধিক শিশু সাংবাদিকদের টিমলিডার ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক শমীম খানের জন্ম ইংরেজি ১৯৬৭ সালের ২০ এপ্রিল। বাবা আব্দুস সামাদ খান, মা লিলি বিলকিসব খান। ৫ ভাইবোনের মধ্যে সবার বড় তিনি। ১৯৮৩ সালে মাগুরা এজি একাডেমি থেকে মাধ্যমিক, ১৯৮৬ সালে মাগুরা সরকারি হোসেন শহীদ শোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৮৮ সালে একই কলেজ থেকে স্নাতক ও ১৯৮৫ সালে খুলনা বিএল কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সাংবাদিকতার পাশাপাশি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ডিগ্রি লাভ করেছেন। তিনি সাংবাদিকতায় পিআইবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন। ২০১৬ সালে সাংবাদিক শামীম খান মাগুরা জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক কৃতি সাংবাদিক হিসাবে ফটোগ্রাফি বিভাগে সম্মাননা লাভ করেন। ২০১৪ সালে দৈনিক মাগুরা পত্রিকায় যক্ষা নিয়ন্ত্রণ বিষয়ে ইতিবাচক সচিত্র প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ তিনি ব্রাক এ্যাওয়ার্ড লাভ করেন। 

মন্তব্য: