1. কবি-সাহিত্যিক

গোলাম মোস্তফা সিন্দাইনী (১৯৫১- )

ইতিহাস গবেষক ও প্রবন্ধকার। জন্ম ১৯৫১ সালের ১ ডিসেম্বর। গ্রাম: সিন্দাইন, উপজেলা: মহম্মদপুর, জেলা: মাগুরা। পিতা মোঃ আব্দুর রশিদ মিয়া এবং মাতা বেগম ছবিরন নেছা। শিক্ষা পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাল্লা উচ্চ বিদ্যালয়, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স এম এ। সিন্দাইন গ্রামে বাস হওয়ার কারণে তার নামের সাথে সিন্দাইনী যুক্ত করেছেন। তিনি তার কর্মস্থল খুলনা আলিয়া মাদ্রাসায় আলবিদা ও আননেদা স্মরণিকা সম্পাদনা করেন।তিনি সাংবাদিকতা করেন সাপ্তাহিক পাকিস্তান, বাংলার বাণী, সাপ্তাহিত বাংলার ডাক, সাপ্তাহিক নতুন দেশ, সাপ্তাহিক পদক্ষেপ, সাপ্তাহিক প্রবাসী এবং দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি কবিতার পাশাপাশি প্রায় ছয় হাজার গান, গল্প, উপন্যাস, নাটক এবং লোকজ বিষয়ে অনেক গবেষণাধর্মী লেখা লিখেছেন। তিনি খুলনা বেতারের প্রথম শ্রেণীর গীতিকার ও নাট্যকার। বাংলাদেশ বেতারে প্রচারিত তার নাটকের মধ্যে ‘খুলনা, ভূতের বাড়ি’, ‘কুদির বটতলা’, ‘সিন্দাইনের আয়না বড়’, ‘নদের চাঁদ ঘাট’, ‘ঝলোবিবি’, ‘মাঝির মেয়ে’, ‘তারা সুন্দরী’, ‘অভয়নগরের অভয়া’, ‘শৈলকুপার শৈলবালা’, ‘চাঁদপুরের চাঁদবিবি’, ‘সোনাবিবি’ উল্লেখযোগ্য। তার প্রকাশিত গ্রন্থ ‘বিনষ্ট পৃথিবী (উপন্যাস-১৯৮৮) ও ‘খুলনা কিংবদন্তীর গল্প (২০০৬)। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত- ‘মরা গাঙের ঢেউ (উপন্যাস-১৯৭৮), ‘শেষ রাতের জোয়ার (উপন্যাস–১৯৮০), জেলা মাগুরার কিংবদন্তী (২০০৭), ‘মাগুরা জেলার কিংবদন্তী’, যশোরের কিংবদন্তীর গল্প’, ‘কুষ্টিয়ার কিংবদন্তীর গল্প’, ‘ভাষা আন্দোলনে বৃহত্তর খুলনা’, ‘ভাষা আন্দোলনে বৃহত্তর যশোর’, ‘খুলনা বিভাগের থানার ইতিহাস’, ‘জেলা মাগুরার ইতিহাস’, ‘জেলা মাগুরার লোকসাহিত্য’, ‘জেলা খুলনার ইতিহাস ও ঐহিহ্য’, ‘খুলনার ভাষাসৈনিক যারা’, ‘সিন্দাইনের ইতিহাস’, ‘জেলা মাগুরার গ্রাম নামের ইতিকথা’, ‘মহম্মদপুরের ইতিহাস’, ‘একাত্তরের খুলনা’, ‘একাত্তরের মাগুরা’, ‘যশোর-খুলনার থানা পরিচিতি’, ‘খুলনার সাহিত্য-সাংস্কৃতিক অংগনের কথা’, ‘জেলা মাগুরার লেখক’, ‘খুলনার লোকসমাজ’, ‘জেলা খুলনার পুরাকীর্তী’, ‘একাত্তরের বাগেরহাটের খণ্ডচিত্র’, ‘সাতক্ষীরার মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র’, ‘বিদেশী সংবাদপত্রে যশোরের মুক্তিযুদ্ধ’ প্রভৃতি। তার দুটি গল্পগ্রন্থ- ‘বিনষ্টের মাশুল’ ও ‘পরাণপুরের রূপবান’। প্রবন্ধগ্রন্থ- ‘সাহিত্যের নানা দিক’। সাহিত্যের সম্মাননা- উপকুল সাহিত্য পরিষদ কর্তৃক পদক (বাং ১৩৯৫), খুলনা সিটি কর্পরেশন পদক (১৯৮৪), আলীজ একাডেমি, খুলনা কর্তৃক সম্মাননা (২০০৩), ধানসিঁড়ি পদক (২০০৫), খুলনা সাহিত্য একাডেমি কর্তৃক স্বাধীনতা পদক (২০০৮)। গোলাম মোস্তফা সিন্দাইনী সম্পাদনা করেছেন- মাটি (সাহিত্য সংকলন-১৯৮০), নবীনসেনা (শিশুকিমোর সাহিত্য সংকলন-১৯৮০), প্রবাসী (খুলনা গেজেটিয়ার-১৯৮০), শিকড় (মুক্তিযুদ্ধের ওপর বিশেষ প্রবন্ধ সংকলন- ১৯৮৮) প্রভৃতি।

মন্তব্য: