1. স্মরণীয় বরণীয়

মৌলভী মোহাম্মদ ইসহাক (১৮৯৩-)

মৌলভী মােহাম্মদ ইসহাক ১৮৯৩ সালে মাগুরা জেলার শালিখা উপজেলাধীন শরুশুনা গ্রামে  জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যে এম,এ, পাস করার পর বি,টি, পাস করেন। তিনি তৎকালীন সময়ে যশোর জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি সৈনিক‘ ও মাসিকইমাম পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এই পত্রিকা দু’টি তৎকালীন বৃহত্তর যশাের জেলা শহর থেকে প্রকাশিত হতো। তিনি কবিতা ও প্রবন্ধ লিখতেন। তিনি মসনবী এ রুমী’র বাংলা অনুবাদ করেন। মুসলিম সমাজকে ধর্মীয় ভাবধারা এবং সাহিত্য সংস্কৃতির প্রতি মনােযােগী করার ব্যাপারে তিনি উৎসাহী ছিলেন। দৈনিক ইত্তেফাকের তৎকালীন বার্তা সম্পাদক শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হােসেন ছিলেন তার ভাইয়ের ছেলে।

মন্তব্য: