1. স্মরণীয় বরণীয়

ড. সৈয়দ সাজ্জাদ হােসায়েন (১৯২১-১৯৯৫)

ড. সৈয়দ সাজ্জাদ হােসায়েন ১৪ জানুয়ারি ১৯২১ সালে মাগুরা জেলার সদর উপজেলাধীন আলােকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মরহুম সৈয়দ আহম্মদ হাসাইন ও মাতার নাম মরহুম সৈয়েদা খুরশিদা তেলাওয়াৎ বানু। ড. সৈয়দ সাজ্জাদ হােসায়েন ১৯২৮ সাগে ঢাকায় জুনিয়র মাদ্রাসায় ভর্তি হন। ১৯৩৬ সালে তিনি ঢাকায় ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে হাই মাদ্রাসা পরীক্ষায় এবং ১৯৩৮ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এ বছরই তার ‘বাংলা লিপি’ প্রবন্ধটি দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৪১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা সাহিত্যে প্রথমশ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এমএ পাস করেন। যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রফেসর, কলা অনুষদের ডিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। বিভিন্ন পদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি কর্মরত ছিলেন। পরে তিনি কিছুকাল মক্কা বিশ্ববিদ্যালয়ে ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি সৌদিআরবের উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রফেসর হিসাবে কর্মরত থাকা অবস্থায় ১৫ জানুয়ারি, ১৯৯৫ সালে ইন্তেকাল করেন। তিনি ইংরেজি ও বাংলায় ৩০ টির অধিক গ্রন্থের প্রণেতা। তিনি কয়েকটি গ্রন্থের সম্পদানাও করেছেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ:

ইংরেজি সাহিত্যের ইতিহাস (১৯৮৪); ‘বাংলা উচ্চারণে অভিধান : ‘ভ্রান্তির বেড়াজালে ইসলাম (১৯৭৫); ‘আরবিসাহিত্যের ইতিহাস (১৯৭৫); হ্যামলেট (অনুবাদ, ১৯৭৪); ‘একাত্তরের স্মৃতি, ‘আব্দুল করিম সাহিত্য বিশারদ রচিত পুঁথি পরিচিতি গ্রন্থের ইংরেজি অনুবাদ ও সম্পাদনা প্রভৃতি। তিনি দৈনিক আজাদ, কলকাতার স্টেটসম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পত্রিকা মর্নিং নিউজ’ প্রভৃতি পত্রিকায় লিখতেন।

মন্তব্য: