1. স্মরণীয় বরণীয়

আলহাজ্ব মােহাম্মদ সাইদুল হক (১৯২৬-১৯৯৩)

আলহাজ্ব মােহাম্মদ সাইদুল হক ১৯২৬ সালে মাগুরা জেলার সদর উপজেলাধীন ভায়না গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মােহাম্মদ গােলাম তনহুর মিয়া। মােহাম্মদ গােলাম তনহুর মিয়া ১৮৯২ সালে এ এন্ট্রান্স পাস করে এবং মাগুরা সিভিল কোর্টে যােগদান করেন এবং মৃত্যুকাল পর্যন্ত তিনি মাগুরা কোর্টের একজন সেরেস্তাদার হিসাবে কর্মরত ছিলেন।

তার মাতার নাম মরহুমা মােসাম্মৎ আসিয়া খাতুন। তিনি বিদূষী মহিলা হিসাবে এবং তৎকালীন সময়ের একজন অগ্রগণ্য ও স্বাবলম্বী মহিলা হিসাবে বৃটিশ সরকার কর্তৃত পুরস্কৃত হন। মরহুম মােহাম্মদ গােলাম তহুর মিয়া তৎকালীন সময়ে অত্র অঞ্চলের একজন অবস্থাপন্ন ও দানশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। আলহাজ্ব মােহাম্মদ সাইদুল হক মাগুরা শহরের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। প্রাথমিক শিক্ষাজীবন সমাপ্ত করে এবং পরবর্তীতে মাগুরা মডেল হাইস্কুলে ভর্তি হন। উক্ত হাইস্কুল থেকে ১৯৪৪ সালে সুনামের সাথে ম্যাট্রিক পাস করেন। “ইতিহাসের আলােকে ইসলাম (১৯৯০); নামক একখানি ইসলামি গ্রন্থের রচয়িতা তিনি। গ্রন্থখানি ইসলাম সম্পর্কিত মৌলিক চিন্তাধারার ক্ষেত্রে বিরল ও গুরুত্বপূর্ণ সংযােজন এবং ধর্মীয় চিন্তা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে তা অবিশ্মরণীয়। আলহাজ্ব মােহাম্মদ সাইদুল হক ১৯৯৩ সালের ১৪ই নভেম্বর তারিখে ইন্তেকাল করেন। 

মন্তব্য: