বাংলাদেশের যাত্রা জগতের খ্যাতিমান ব্যক্তি বিলকিচ বেগম। সুদীর্ঘ প্রায় পয়তানল্লিশ বছর যাত্রা জগতের সাথে সম্পৃক্ত ছিলেন। এই দীর্ঘকাল তিনি সুনামের সাথে অভিনয় করে যাত্রা পাগল মানুষের মন জয় করেছেন। তাঁর জন্ম মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন নাকোল গ্রামে। বর্তমানে তিনি মাগুরা পৌরসভার ০৮নং ওয়ার্ডের শিবরামপুর রােড (লিচুতলা) কলকলিয়া পাড়ায় বসবাস করছেন। তাঁর বাবার নাম মৃত রশিদ বিশ্বাস, মাতা সালেহা বিশ্বাস, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৫২ খ্রিস্টাব্দ। তাঁর প্রথম নাটক পাথরবাড়ি মাগুরা টাউন হল মঞ্চে মঞ্চায়িত হয়। এ নাটকে নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। পরবর্তীতে যাত্রা জগতে প্রবেশ করেন। আজও দাপটের সাথে যাত্রার রঙ্গম্চে রয়েছেন। তিনি বিভিন্ন যাত্রাদলে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। তাঁর অভিনীত যাত্রাপালার নাম বাগদত্তা”, “বাঈজির মেয়ে’, “সােনা বউ, “তটিনীর বিচার, “সিরাজউদ্দৌলা’, “মা-মাটি-মানুষ”,”সাধক রামপ্রসাদ”, ‘এ পৃথিবী টাকার গােলাম। জাতীয় পর্যায়ে ঢাকার শিল্পকলা একাডেমি আয়ােজিত প্রতিযােগিতায় তিনি ৩ বছর অংশগ্রহণ করেছেন। শিল্পকলা একাডেমি মধ্চে অভিনয় করে সুনাম অর্জন করেছেন। টিভির পর্দায় “সিরাজউদ্দৌলা’ যাত্রা করেছেন। তিনি নিউ গণেশ অপেরা, বলাকা অপেরা, দিপালী অপেরাসহ অনেক দলে অভিনয় করেছেন। 

মন্তব্য: