বসবাস মাগুরা শহরের পশুহাসপাতাল পাড়ায় ১৯৬৭ সালের ১ জানুয়ারি। বাবা নজরুল ইসলাম, মা ওয়াজেদুন নেছা। পড়াশুনা রাজশাহী আর্ট কলেজ থেকে বিএফএ (প্রাক)। তিনি ১৯৮৩ সালে অঙ্গিকার ক্লাব নামে একটি স্বেচ্ছসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি তার নাম দেন সেড (SED)। এখানে তিনি বিনা খরচে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, খেলাধুলাসহ মানসিক বিকাশমূলক কার্যক্রম পরিচালনা করেন। ১৯৮৮ সালে তিনি নন্দন চারুপিঠ নামে একটি চিত্রাঙ্কন প্রতিষ্ঠান স্থাপন করেন। আশির দশকে তিনি ঈক্ষণ নামে সাহিত্যের কাগজ সম্পাদনা করেছেন। মোবাইল- ০১৭২০-০৯৪০৯৯।

মন্তব্য: