বসবাস মাগুরা সদরের রাউতড়া গ্রামে। মোবাইল ঃ ০১৭৪১-২৩৯০৭০। পিতা আরমান উদ্দিন মোল্যা। মাতা মতিরন নেছা। ১৯৬১ সালে তিনি রাউতড়া হাইস্কুল থেকে মেট্রিক পাশ করেন। এবং হোসেন শহিদ সোহরাওয়ার্দি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ পাশ করেন।  ছাত্রজীবন থেকেই আঁকিবুকিতে তার ছিল প্রচÐ নেশা। ১৯৫৯ সালে তিনি এস এম সুলতানের কাছে শিক্ষা লাভের জন্য তার সাহচর্য পেয়েছিলেন কিন্তু দারিদ্রের কারণে তিনি সেখানে নিয়মিত হতে পারেননি। তিনি ঢাকা আর্ট কলেজে ভর্তি পরীক্ষা দিয়েও অর্থকষ্টে ভর্তি হতে পারেন নি।  ১৯৬৬ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি প্রয়াত চিত্রকর মোস্তফা আজীজের শিষ্য হিসেবে কাজ করেছেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন।  ১৯৮৫ সালে তিনি গড়ে তোলেন মোস্তফা আজীজ আর্ট এন্ড কালচার ফাউন্ডেশান। বিগত চল্লিশ বছর যাবৎ তিনি বিনামূল্যে ছাত্র-ছাত্রিদেরকে চিত্রাংকন শেখানোর কাজ করছেন। সম্মাননা হিসাবে তিনি দু’বার পেয়েছেন খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী (প্রাথমিক শিক্ষা) পুরস্কার এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে চিত্রশিল্পীর সম্মাননা।

মন্তব্য: