কবি, সংগঠক ও ক্রিড়া ধারাভাষ্যকার। ১৯৮১ সালের ০৫ আগস্ট মাগুরা জেলার কুচিয়ামোড়ার ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা শিশির মৈত্র ও মাতা মীরা রাণী মৈত্র। শিক্ষা বিএসএস (সম্মান), এমএমএস, বিএড।  ২০০৪ সাল থেকে পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত। এছাড়াও বাংলাদেশ স্কাউটস, শালিখা, মাগুরার সহকারী কমিশনার ও ব্রাহ্মণ কল্যান সংঘ, মাগুরা সদর শাখার সহ সভাপতি এবং মাগুরার লোকনাথ সেবা সংঘ এর ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়াঙ্গনের বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার। ২০১২ সাল থেকে মাগুরা জেলা শাখার বাংলাদেশ তরুণ লেখক পরিষদের গুরুত্ব দ্বায়িত্ব পালন করছেন। লিখেছেন বহু গল্প ও কবিতা। বর্তমানে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাগুরা জেলা শাখার সভাপতি। 

মন্তব্য: