কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রবন্ধকার, গীতিকার ও সাংবাদিক। জন্ম ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯। পারলা গ্রামে। বাবা ঈমান উদ্দিন মল্লিক, মা ছবিরণ নেছা। মোবাইল : ০১৭১১২২১৩৪১। ই-মেইল mollick70@gmail.com আশির দশক থেকে সাহিত্য চর্চা। এ সময় তিনি সম্পাদনা করেন প্রভাতি, চয়ন, সৃষ্টি, শব্দ ও মাটি শিরোনামের সাহিত্যের কাগজ। সাপ্তাহিক মাগুরা বার্তা ও গণসংবাদ পত্রিকায় লেখালেখি শুরু। এর পর যশোরের দৈনিক স্ফুলিংগ, দৈনিক রানার, ঢাকার সাপ্তাহিক চিত্রকল্প, সাপ্তাহিক ঢাকা, দৈনিক মিল্লাত, দৈনিক দেশ জনতা, দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠ, সাপ্তাহিক চিত্র বাংলা, সাপ্তাহিক বর্তমান দিনকাল, সাপ্তাহিক দেশচিত্র, সাপ্তাহিক রাজপথ, সাপ্তাহিক অপরাধচিত্র, সাপ্তাহিক সংবাদচিত্র, সাপ্তাহিক আপনজন, পাক্ষিক অপরাধজগত প্রভৃতি পত্রিকায় তিনি কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক মুক্তখবর এর বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করছেন। তার প্রডাকশন হাউেেজর নাম ক্রিয়েটিভ টেলিহোম বিডি। শতাধিক টেলি নাটক লিখেছেন। প্রথম টিভি নাটক ‘নির্বাসিত ভালোবাসা’ প্রচারিত হয় ২০১৪ সালে। প্রকাশিত বই আমার গন্তব্যে যাব (কাব্যগ্রন্থ-১৯৯০), চিতল মাছের পেটি (উপন্যাস- ২০১৪), নীল নরকে মৌন আকাশ (কাব্যগ্রন্থ-  ২০১৭), রোস্তম মল্লিকের দ্রোহ বিদ্রোহের কবিতা (কাব্যগ্রন্থ-২০১৯) এবং ক্রান্তিকাল (গল্পগ্রন্থ-২০২০)। 

মন্তব্য: