1. স্মরণীয় বরণীয়

আব্দুল জব্বার (১৮৯৮ – ১৯৭৭)

কবি আব্দুল জব্বার ১৮৯৮ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন নাকোলগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মােহাম্মদ আব্দুল ও মাতার নামমরহুমা বিবিজা খাতুন। কবি আব্দুল জব্বার শিক্ষাজীবন শেষ করে তিনি কলকাতার এক ইংরেজ ব্যবসায়ীর অধীনে কিছুদিন চাকরি করেন। পরে তিনি দেশে ফিরে আসেন এবং শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা, গল্প ইত্যাদি লিখতেন।

ফুলবাগিচা’ তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ (১৯৫১)। কবি আব্দুল জব্বারের দ্বিতীয় কাব্যগ্রন্থ গুল পসরা (১৩৬৩) । ব্যথার বীণা’ তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ (১৯৫৭) । 

কবি আব্দুল জব্বার ১৯৭৭ সালের ২২ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। পারিবারিক কবরস্থানে কবর দেয়া হয়। 

মন্তব্য: