নৃত্য শিল্পী ও শিক্ষক। জন্ম ১ জুলাই ১৯৯৩। বাবা মোহাম্মদ আলী, মা মুনসুরা খাতুন। মাগুরা শহরেই বেড়ে ওঠা। বর্তমান বাস স্টেডিয়াম পাড়ায়। স্বামী হুমায়ুন ইবনে বাবর একজন সংগীত শিল্পী। নাচের হাতেখড়ি বরেন্দ্র বাবুর কাছে তিন বছর বয়স থেকে। এর পর তালিম নিয়েছেন আসাফুদৌলা বাহার, সঞ্জিব চক্রবর্তী,সাজু আহাম্মেদ ও মোঃ শরিফ এর কাছে। তিনি নতুন কুঁড়ি ও নৃত্যাঞ্চল এর তালিকাভুক্ত শিল্পী। ২০০০ সালে শিক্ষা সপ্তাহের জাতীয় পর্যায়ে নৃত্যে প্রথম স্থান অধিকার করেন। ২০০৬ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় চুড়ান্ত পর্যায়ে সাধারণ নৃত্যে প্রথম স্থান অধিকার করেন। ২০১৯ সাল থেকে নৃত্যাঙ্গন নামে একটি নাচের স্কুল পরিচালনা করছেন।

মন্তব্য: