ওপারে দরিশলই বাজার। যে সেতুটি দেখছেন তা ফটকি নদীর উপর। দরিশলই বাজার আড়পাড়া ইউনিয়নে অবস্থিত। শুক্রবার আর শনিবার এ বাজারে হাট বসে। বাজারটি বেশি বড় নয়। ১২-১৪ টি দোকান আছে এ বাজারে। সবজি, মাছ আর দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যায় এ বাজারে। বাজারের উত্তরে আলোকদিয়া গ্রাম, দক্ষিণে দরিশলই গ্রাম, পূর্বে ফটকি নদী, পশ্চিমেও দরিশলই গ্রাম। দরিশলই গ্রামে প্রায় ৫০০০ লোকের বাস। দরিশলই গ্রামে ৫০ পরিবার পাল, ১০০ পরিবার কাপালি, ৩-৫ ঘর জেলে, ৩ ঘর তাঁতী, ২ ঘর ব্রাহ্মন, ১ ঘর প্রামাণিক ও বাকিসব মুসলমান সম্প্রদায়ের মানুষ এখানে বাস করে। ফটকী নদী ছাড়াও এ গ্রামের মধ্য দিয়ে বু্ড়ির খাল, শৈলগাড়ে খাল ও কচিগাড়ে খাল প্রবাহিত। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমাম, কবি বীরেন মুখার্জী প্রকৌশলী আলতাফ বিশ্বাস এ গ্রামের উল্লেখযোগ্য ব্যাক্তিত্ব। দরিশলই গ্রামে একটি কুঠিবাড়ি ছিল। কিন্তু তার আর কোন অস্তিত্ব নেই বললেই চলে। কুঠিবাড়ি ঘাটের বাঁধানো ঘাটটি বহু বছরের স্বাক্ষী হয়ে আছে। বিস্তারিত Soptok Media ভিজিট করলেই পাবেন…

https://youtu.be/Q3N8bq6fG0I


– —- ৫/৬/২২ রবিবার

মন্তব্য: