ইছামতি বিল মাগুরা জেলার বৃহত্তম বিল। জেলার মহম্মদপুর উপজেলায় অবস্থিত এ বিল। নড়াইলের কিছু এলাকা জুড়েও বিস্তৃত বিল। এ বিলের উত্তরে বেজড়া, নারানদিয়া, নহাটা, দক্ষিণে নলদি, বামনডাঙ্গা, ডুমুরদে, ধোপাদাহ, জয়পুর, কৃষ্ণপুর, লোহাগাড়া, কলাগাছি, পশ্চিমে মিঠাপুর, গোপালপুর, নালিয়া, জয়রামপুর, পানিঘাটা এবং পূর্বে ইতনে, কর্পা, মানিকগঞ্জ, শিয়েরবার ও কালিশংকরপুর গ্রাম। এছাড়াও এ বিল কালধা, খলিশাখালি, চর ঝামা,হরিয়াখালি, নবনগর, বাইশ্যে, মোবারকপুর, মদনপুর, কালিনগর, ঝামারঘোপ, গোবিন্দপুর, বালিদিয়া, মুন্সিগঞ্জ, কল্যাণপুর, লাহুড়িয়া, কামারগ্রাম, বলাডাঙ্গা, মতিনগর, রায়গ্রাম, শুলটিয়া, চালিঘাট, সত্তরহাজারি ও বাতাসি গ্রামজুড়ে । ইছামতি বিলটি গড়ান বিল, পতোখোলা, কচুগাড়ে, দাড়িরপর, রুয়োপাতলে, সিংগের বিল, খাজুরতলা, গড়ামারা, ফুলডুবি, সুড়িভিটে, বাচড়া, কোনটানা, দত্তগাড়ে, খাজুর তলা, আসকারের গাড়ি, কাজে বাড়ের দোয়াল, খলেন ভিটে, বাওড়, ঢুকচাঁন, মহিশখোলা, কচাতলা, ভুলাডাঙ্গা, মানুষ মরা, হাইবিলে, শ্যাওজগাতি প্রভৃতি বিলের সমন্বয়ে গঠিত। কই, জিয়েল, মাগুর, পুটি, শৈল, গজার, টাকি, রয়না, খয়রা, টেংরা, চিংড়ি, টেপা, কাকলে, চাঁদা, বাইম, গুঁতে, মলঙ্গি, মলা, বোয়াল মাছের প্রাচুর্য রয়েছে এই বিলে। আগে এখানে রুই মাছও পাওয়া যেতো। এই বিলে ধান, পাট, রবিশষ্যের চাষ হয়। পাখির মধ্যে বইপাখি, মাছরাঙা, ঘুঘু, টুনটুনি, বাবুই, হাঁসপাখি, শামুকখোলা, চড়ুই, পানকৌড়ি, ডাহুক, বালিহাঁস, চেগা, কাক, কোকিল, পেঁচা, কুটুমপাখি ও গুইশালিকের প্রজাতি রয়েছে। শীতকালে এখানে অতিথি পাখির সমাবেশ ঘটে। বিলগুলোর মধ্যে হাইবিলে সবচেয়ে গভীর। বিল সংলগ্ন শালধা, রামদেরগাতি, খলিশাখালি ও কলাগাছি গ্রামে আগে হিন্দু সম্প্রদায়ের বাস ছিল। এখন নেই। মধুমতির জল ইছামতি বিলে প্রবেশ করে ধোপাদহ খাল দিয়ে নবগঙ্গায় প্রবাহিত হয়। এছাড়া রাড়িখালি খাল দিয়ে ইছামতি বিলের জল নবগঙ্গায় প্রবাহিত হয়। মহম্মদপুরের নহাটা, পলাশবাড়িয়া, বালিদিয়া এবং নড়াইলের নলদি, ও সত্তরহাজারি ইউনিয়নের বিস্তৃত এ বিলের আয়তন ৩৬০০০ হেক্টর। বিলের মধ্য দিয়ে মাগুরা জেলা ও নড়াইল জেলার একটি সংযোগ সড়ক রয়েছে। এ বিলে প্রচুর পরিমানে পদ্ম ফুল ফোটে। প্রতিদিন অগনিত দর্শনার্থী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এ বিলে ভিড় করে। যত্ন নিলে বিলটি হয়ে উঠতে পারে এক অনন্য সুন্দর পর্যটন কেন্দ্র।

তথ্যসূত্রঃ বিপুল কুমার রায়, সহকারি অধ্যাপক, ইংরেজি ও মোঃ হাবিবুল্লাহ, বেজড়া, নহাটা, মহম্মদপুর, মাগুরা

https://youtu.be/_ubCAyvWPyo

মন্তব্য: