নহাটা বাজারের এর আয়তন .৫৬ একর। মাগুরা সদর থেকে ২৫ কি.মি. দক্ষিণ-পূর্বে এ বাজার। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে অবস্থিত এ বাজার। বাজারটি সুপ্রাচীন তমুদ্দিন কেন্দ্র। সোমবার ও শুক্রবারে হাট বসে। নবগঙ্গা নদীর তীরে এ বাজার। ১৯৭১ সালে অত্র এলাকার জনসাধারণ নহাটাকে পাকিস্তানের দ্বিতীয় রাজধানী মনে করতো। এ বাজারে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ ও একটি ফাজিল মাদ্রাসা রয়েছে। এখানে রাণী পতিত পাবনীর প্রাসাদ ছিল যার ধ্বংসাবশেষ এখনও রয়েছে। বৃটিশ আমলে নীলকর সাহেবরা নহাটা কামসার্স নামে নীল চাষের অন্যতম প্রধান একটি কেন্দ্র এখানে প্রতিষ্ঠা করেছিল। লোকমুখে শোনা যায় নহাটা সংলগ্ন নবগঙ্গার ঘুর্ণিতে অনেক সময় স্টিমারও থমকে যেত। ধান, পাট, বর্ষায় প্রচুর মাছ, চৈতালী ফসল ছোলা, মসুরী, মটর প্রচুর পরিমানে পাওয়া যায় এখানে। নহাটায় ৭১ সালে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধ সংগঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধের বিশাল ঘাটি ছিল নহাটা। নহাটা সংলগ্ন নবগঙ্গায় আগে নৌকাবাইচ হতো। অগ্রহায়ন মাসে এখানে কবিগানের আসর বসে। নহাটার কালীমন্দির প্রসিদ্ধ। নহাটা বাজারে সাইকেল ও ভ্যানের হাট বসে।

মন্তব্য: