শ্রী রথীন মিত্র। বাউল শিল্পী। জন্ম ৫ মে ১৯৭৮ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরসেলামতপুর গ্রামে। বর্তমান বাস মাগুরা শহরের নতুন বাজার। পিতা রনজিৎ মিত্র। মাতা উর্মিলা মিত্র। পিতার নিকট সঙ্গীতে হাতেখড়ি ৬ বছর বয়সে। অতঃপর সিরাজুল আলম, লোকমান হোসেন, বিপুল পাল, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নিকট সঙ্গীতে দীক্ষিত। বাউল গান, ভাব গান ও বিচ্ছেদ গান করেন রথীন। সৎসঙ্গ, হিমাইতপুর পাবনার সহিত সংযুক্ত। স্ত্রী, দু’কন্যা, এক পুত্র নিয়ে বাউল রথীনের সংসার। মোবাইল: 01712-310226

মন্তব্য: