শ্রী শ্রী গীরিধারি আশ্রম ও মন্দির। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শহরতলি আশ্রমপাড়ায় অবস্থিত। শত বছর পূর্বে উড়িশ্যা থেকে এক সন্যাসী আসেন নরউত্তম দাস নামে। তিনিই গীরিধারি আশ্রম প্রতিষ্ঠা করেন। নরউত্তম দাসের শিষ্য কুঞ্জ বিহারী দাস। কুঞ্জ বিহারির শিষ্য বিশ্বম্বর দাস। বিশ্বম্বর দাসের শিষ্য অসীম কৃষ্ণ দাস। তিনিই আশ্রমের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন। এই আশ্রমে পঞ্চাশ জন আবাসিক আশ্রয় গ্রহন করতে পারেন। এই আশ্রমের শিষ্য আছেন প্রায় ১৫ থেকে ২০ হাজার। নামযোগ্য, জন্মষ্টমি, রাধাষ্টমি, ঝুলন যাত্রা, রথ যাত্রা। ২০২৩ সালে শততম নামযজ্ঞ অনুষ্ঠিত হবে। কৃষ্ণের জন্মাষ্টমির ১৫ দিন পর রাধাষ্টমি অনুষ্ঠিত হয়। ২৪ প্রহর ব্যাপী নামযজ্ঞ হয়। দোল পূর্ণিমায় নামযজ্ঞ হয়। ভক্তদের অনুদানে আশ্রমটি পরিচালিত হয়। আশ্রমটি ৩৪ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত। দেবত্ব সম্পত্তির উপর এটি প্রতিষ্ঠিত। বৃন্দাবনসহ বিভিন্ন তীর্থস্থান থেকে সাধু-সন্যাসীগণ এখানে পদচারণা দেন। এই আশ্রমকে ঘিরে আশ্রমপাড়া নামকরণ হয়েছে। বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মৃত্যুঞ্জয় ঘোষ, সভাপতি অসীম কৃষ্ণ দাস।

মন্তব্য: