মাগুরা জেলার হাজীপুরে রয়েছে একটি গোছানো ও নান্দনিক কবরস্থান। এখানে বিভিন্ন ব্লক ভাগ করা এবং ভেতরে ফুল ও পাতাবাহারের গাছ লাগানো। গোরস্থানের জায়গার পরিমান ৮১ শতক। আলহাজ্ব সোহরাব আলী, আমিরুল ইসলাম টুলু জোয়ার্দার, আলহাজ্ব আছাদুজ্জামান মুন প্রমুখ ব্যাক্তির উদ্যোগে গোরস্থানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে গোরস্থানের দুইটি কমিটি রয়েছে। মূল কমিটির সভাপতি আলহাজ্ব মোশারত আল হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান স্বপন। উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব মোশারত আল হোসেন এবং সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম। ২০১৬ সালে পরিকল্পিত কবরবিন্যাস ও গোরস্থানের সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নেওয়া হয়।
A Block আলহাজ্ব সোহরাব আলীর সম্মানে তাঁর পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ।
B Block ও C Block মুক্তিযোদ্ধাদের জন্য
U Block, V Block, W Block, X Block, Y Block ও Z Block মহিলাদের জন্য।
T Block শিশুদের জন্য।
সীমানাপ্রচীর এর নির্মাণ কাজের শুরু করেন আলী রেজা জোয়ার্দা (খোকা জোয়ার্দার)
গেরস্থানের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সচিব আকরাম আল হোসেন এবং তার বড় ভাই মোশারত আল হোসেন।
তথ্য – প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম, হাজীপুর, মাগুরা

https://youtu.be/20fjLQLhJ-E

মন্তব্য: