সরকার বাড়ি। এটি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের সরকার পাড়ায় অবস্থিত। ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানী। সেই সময় অত্র অঞ্চলের ভূমির জমিদারি স্বত্তাধিকারী হয় নলডাঙার মহারাজা প্রমথ ভূষণ দেব রায় বাহাদুর। প্রমথভূষণ রায় বাহাদুর কর্তৃক আঞ্চলিক জমিদারি লাভ করেন জন্মেজয় সরকার। জন্মেজয় সরকারের তৃতীয় প্রজন্ম বরদা কান্ত সরকার একজন প্রজাহিতৈষি জমিদার ছিলেন। তার সময় হাটবাড়িয়া নীলকুঠির নীলকর ইংরেজ যার সাবস্টেশন ছিল চাউলিয়া কুঠিবাড়ি। এই কুঠিয়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জমিদার বরদা কান্ত সরকার এবং এই এলাকার একজন প্রভাবশালী মানুষ প্রহ্লাদ ঘোষ বিনোদপুর খেয়াঘাটের নিকট ঐ নীলকুঠিয়াল ইংরেজকে হত্যা করে। বৃটিশ সরকার এই দুইজনের নামে হুলিয়া জারি করে। পলায়নে থাকাকালে অজ্ঞাত অবস্থায় দুজনেরই মৃত্যু হয়। পরবর্তীতে বরদা কান্তের সহায় সম্পত্তি ২৪ সালের রেকর্ডে তার স্ত্রীর নামে রেকর্ড হয়। সরকার পরিবারের পঞ্চম প্রজন্ম ১৯৯২ সালে সহায় সম্পত্তি বিক্রি করে ভারতে পাড়ও জমায়। এখনও এখানে সরকার পরিবারের জ্ঞাতিকুল বাস করছে। জমিদার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে নবগঙ্গা নদী। এই নদীতেই জমিদারবাড়ির অন্দরমহলের যে ঘাটটি ছিল তার ধ্বংসাবশেষ এখনও রয়েছে। পাশেই আর একটি ঘাট ছিল যেখানে বৃটিশ আমলে স্টিমার ভিড়তো, নদীটি মরে যাওয়ার কারণে সেই ঘাটের স্বাস্থ্য শীর্ণকায় হয়ে গেছে। এই সরকারবাড়ির কারণেই বিনোদপুর সরকার পাড়া নামকরণ হয়েছে। উল্লেখ্য বিনোদপুর কলেজ থেকে সরকার পাড়ার সড়কটি এই জমিদারদেরই দান।

https://youtu.be/SOOPCTYrm0w

মন্তব্য: