২৯ অক্টোবর ২০২১ তারিখ শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ পালন উপলক্ষে আলোচনা, কবিতাপাঠ আর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে সপ্তক সাহিত্য চক্র। অনুষ্ঠানের সূচনা হয় উদীচী মাগুরা শাখার পরিবেশনায় রণ সঙ্গীত আর দুর্গম গিরি কান্তার মরু… গানের মাধ্যমে। ‘বিদ্রোহী কবিতার ভেতর ও বাহির’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সপ্তক সাহিত্য চক্র’র সাধারণ সম্পাদক কবি শিকদার ওয়ালিউজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সপ্তক সাহিত্য চক্র’র যুগ্ম সম্পাদক কবি কমল হাসান।

কবি বিকাশ মজুমদারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সপ্তক সাহিত্য চক্র’র উপদেষ্টা ঔপন্যাসিক মমতাজ বেগম, মাগুরা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক কবি শামীম খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক চৈতন্য চন্দ্র দাশ, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সুদেব চক্রবর্তী। ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন কণ্ঠবীথির রাশেদুল ইসলাম। কবিকণ্ঠে কবিতা পাঠ করেন সপ্তক সাহিত্য চক্র, মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদ, গাঙচিল মাগুরা শাখার কবিগণ। সংগীত পরিবেশন করেন শিল্পী হুমায়ুন কবির, ফেন্সি খালেদা বিউটি এবং লোক সংস্কৃতি কেন্দ্র ও সুরসপ্তক সঙ্গীত নিকেতনের শিল্পীবৃন্দ।

https://youtu.be/fN0Ohf1qYJ8

মন্তব্য: