1. মহম্মদপুর
  2. সংগঠন

নবমতি সাহিত্য পরিষদ কর্তৃক বিদ্রোহী কবিতার শতবর্ষ পালন

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটার সাহিত্য সংগঠন নবমতি সাহিত্য পরিষদ। জেলার প্রান্তিক অঞ্চলের এই সংগঠনটি আড়ম্বরপূর্ণভাবে পালন করলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ১০০ বছর। কবি-সাহিত্যিক, শিক্ষক আর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠানটি ছিল বেশ প্রাণবন্ত। অনুষ্ঠানটি সাজানো হয় ছাত্র-ছাত্রীদের বিদ্রোহী কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ডকুমেন্টারি উপস্থাপন, আলোচনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে। নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক নূ হা ম হাদিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ড. শামীমা সুলতানা, ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জুলফিকার আলী, সপ্তক সাহিত্য চক্র’র সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান ও বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শক্ষক এস কে নুরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্যিক কামরুল আক্তার, নবমতি সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুল্লাহ এবং সপ্তক সাহিত্য চক্র’র নির্বাহী সদস্য কবি নিষাদ নয়ন। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন নবমতি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ শাহজাহান মিয়া। ডকুমেন্টারি উপস্থাপন করেন নবমতির পক্ষে সপ্তক সাহিত চক্র’র সাংগঠনিক সম্পাদক কবি সুদেব চক্রবর্তী। আলোচনা শেষে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

মন্তব্য: