গত ০৮/১০/২০২১ তারিখ রোজ শুক্রবার লোক সংস্কৃতি কেন্দ্র মাগুরার নবনির্বাচিত দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ (১৭ সদস্যবিশিষ্ট)- এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক শুকুর আল মামুন। বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি তরুন কুমার বৈদ্য,

সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, সহ-সভাপতি শিকদার ওয়ালিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক খান মোনায়েম হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ কামরুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক মাহমুদুন নবী, সহ-সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন মুন্সী এবং কার্যনির্বাহী সদস্য বাবুল আক্তার। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর নিরবচ্ছিন্নভাবে কাজ যাচ্ছে সংগঠনটি। সদস্যগণ সংগঠনের গঠনতন্ত্র, লোগো, পতাকা, মাসিক চাঁদা ও অনুদান এবং ডিসেম্বরে বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটি সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজনের উপর আলোচনা করেন। ৫১ সদস্যবিশিষ্ট এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে লোকজ সংস্কৃতি বিকাশে সকলকে এক মত ও পথে থেকে কাজ করে যাওয়ার জন্য অনুরোধ করেন।

মন্তব্য: