সংগীত শিল্পী। জন্ম ৩ মে ১৯৭৭ মাগুরা জেলাধীন শালিখা উপজেলার শতখালী গ্রামে। পিতা রবীন্দ্রনাথ বিশ্বাস, মাতা নয়ন তারা বিশ্বাস। মোবাইল: ০১৮৪৩৯৪১৮৯৩। সংগীতে হাতে তাঁর বাবার কাছে ১০ বছর বয়স থেকে। এরপর নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষ তাকে শালিখা উদীচীতে ভর্তি করে দেন। সেখানে গুরু সুজন চক্রবর্তী ও শরীফ শাহ দেওয়ানের কাছে সংগীতে তালিম নেন। ২০১০ প্রিমিয়ার ব্যাংক গর্ব পোশাক শ্রমিকদের গানের প্রতিযোগিতায় অংশগ্রহন করেন এবং বাংলাদেশের দুই লক্ষ সাতাশি হাজার প্রতিযোগির মধ্য থেকে টেলিভিশন রাউন্ডে ২১তম অবস্থান অর্জন করেন। বর্তমানে তিনি আড়পাড়ার ধ্রুব তারা সংগীত শিক্ষা কেন্দ্রের সাথে সম্পৃক্ত আছেন।

মন্তব্য: