১)     ছিলাম মাটির নীচে উঠলাম কিরাং কলে   

    আমার গলায় দড়ি তোমার মরণ

    উত্তরঃ কেঁচো

২)    ধিয়ানে গোসল গোসলে খাওয়া এক সাথে তিন কাজ করে কোন জন?

    উত্তরঃ মাছরাঙা পাখি

৩)     আড়ালের ভেতর গাড়লের বাসা ডিম পাড়ে সে ঠাসা ঠাসা এই পাখি তুই সাক্ষী ডিম পাড়ে সে কোন পাখি?

    উত্তরঃ কাঁঠাল

৪)     ডালা ভরা সুপারী গুন্তি পারে না ব্যাপারী

    উত্তরঃ আকাশের তারা

৫)     ছোট ছোট গাছে লাল মনিরা নাচে

    উত্তরঃ মরিচ

৬)     গাছের নাম হিরে কতক ধরে পান সুপারী কতক ধরে জিরে

    উত্তরঃ কদম ফুল

৭)     বাগানেরতে বেরোল তুতে ভাত ভরে দেয় মুতে

    উত্তরঃ লেবু

৮)     মামারা রান্না করে মামারাই খায় 

    আমরা গেলি পরে ঘরে দুয়ো দেয়

    উত্তরঃ শামুক

৯)     আমার একটা ভাই আছে খেজুর রস খায়

    সাত সমুদ্র পাড়ি দিয়ে যুদ্ধ করতে যায়

    উত্তরঃ উড়োজাহাজ

১০)     হাসতে হাসতে যায়রে নারী পরপুরুষের কাছে 

    যাওয়ার সময় কান্নাকাটি চলে গেলি হাসে

    উত্তরঃ হাতের চুরি

১১)     টি এ বি এল ই টেবিল হয় গাই বিয়েলি কি হয়?

    উত্তরঃ বাছুর

১২)     এই দেখা যায় এই নাই 

    উত্তরঃ চোখ

১৩)     জাল পাতেছে নিমাই টাটু আট পাতার ষোল হাটু

    উত্তরঃ মাকড়সা

১৪)     ইট ঘুঘুর পিট টান কোন ঘুঘুর চার কান?

    উত্তরঃ টিনের ঘর

১৫)     ছয় পা চারি চলে দুই মুখ এক কথা বলে

    কথায় বড় পেঁচ দুই পাছায় গুছি এক লেজ

    উত্তরঃ ঘোড়া 

১৬)     ওড়ম বিবির খোড়ম পায়

    চলরে বিবি ঢাকায় যাই

    ঢাকায় যায়ে খালাম ফল

    সে ফলের বোটা নেই

    উত্তরঃ ডিম

১৭)    রাজাগের পুকুরি গোর পাখিডা ঘোরে

    পাছার ভিতর লাঠি দিলি খলখলিয়ে হাসে

    উত্তরঃ মাটির চুলা

১৮)     কালো ছাগলের গলায় দড়ি

    নিত্তি হাটে দোড়োদোড়ি

    উত্তরঃ কেরোসিন তেলের বোতল

১৯)     তিন জন্তুর তেইশ কান, মানে জানে পান খান

    যে জানে না মানে হাত দেবেন না পানে

২০)     পথের কোলে গাছটা ফল ধরিছে পাঁচটা

    পাকেও না ফোলেও না রাত হলি থাকে না

    উত্তরঃ হাট

২১)     ছোট কালে প্যান পরা বড় হলি ল্যাংটা

    উত্তরঃ বাঁশ

২২)     রাঙা ভাই হাটে যায় চিমটি খাতি জীবন যায়

    উত্তরঃ লাউ

২৩)     টানলি বলে না টিপ দিলি থাকে না

    উত্তরঃ ভাত

২৪)     ধরেই আছাড়

    উত্তরঃ সর্দি

২৫)     দিলি ভালো হয় না দিলি ক্ষতি হয়

    উত্তরঃ দরজা

২৬)     দুই পাশে বাল মধ্যিখানে খাল

    নিমাই আছে যতকাল দিতি হবি ততকাল

২৭)     ছ্যাপ দিই ছ্যাপ দিই খাড়ালি ঠেলে দিই

    উত্তরঃ সুই সুতো 

২৮)     আকাশ থেকে পলো বুড়ি ঝুলা খ্যাতা নিয়ে

    তিন মদ্দে ঠাসে ধরলো কুষ্টা বনে নিয়ে

    উত্তরঃ তাল

২৯)     আকাশ থেকে পলো থাল থাল গেলো বরিশাল

    উত্তরঃ চিঠি

৩০)     আকাশ থেকে পলো ছুরি

    ছুরি বলে জাগায় ঘুরি

    উত্তরঃ ধানের মলোন

৩১)     ছায়া তার কায়া নেই, ধড় আছে মাংস নেই 

    চোখ আছে তার মনি নেই

    কি সুখে রয়েছ তুমি তিন দিনের উপোসী আমি

    উত্তরঃ সাপের খোসা

৩২)     টানলি ছোট হয় কাটলি বড় হয়

    উত্তরঃ সিগারেট আর পুকুর

৩৩)     এক গাছে সাজনা সাজে

    এক গাছে বাজনা বাজে

    আর এক গাছে খ্যাতা ঝোলে

    উত্তরঃ শিমুল গাছ, চটকা গাছ ও কলা গাছ

৩৪)     আছে ফল দেশে নাই খাই ফল তার চোচা নেই

    উত্তরঃ শিল

৩৫)     আছড়ালে ভাঙেনা টিপ দিলি ভাঙে

    উত্তরঃ ভাত

৩৬)     চার পায়ের পার নিপায়ে

    দোপায়ে নেয় ডালে

    উত্তরঃ গরুর গোসল করানোর সময় মাছ লাফিয়ে উঠলে মাছরাঙা সেই মাছ ধরে

৩৭)     দোড়োদোড়ি নরনারী পরপুরুষের কাছে

    দেবার বেলায় কান্নাকাটি ভিতরে গেলি হাসে

    উত্তরঃ হাতের চুরি

৩৮)     আমার ছোট্ট একটা ভাই পুলিশের সাথে খায়

    উত্তরঃ মাছি

৩৯)     হরির উপরে হরি হরি শোভা পায়

    হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়

    উত্তরঃ পানির উপর পদ্মপাতা, তার উপর ব্যাঙ, সাপকে দেখে ব্যাঙ পানিতে লুকায়

৪০)     দিলে ফাঁক করে না দিলে রাগ করে

    উত্তরঃ ফকিরের ঝোলা

৪১)     দুই পা ফাঁক করে মধ্যি দিলাম ভরে

    চাপ দিলাম যখন কাজ হলো তখন

    উত্তরঃ যাতি ও সুপারি

৪২)     চার কলসী মধু পুরা বিনি ঢাকুসে উপুর করা

    উত্তরঃ গরুর বান

৪৩)     উড়ে এলো পাখি জুড়ে নিল বিল

    সোনার ঢাকুন রূপোর খিল

    উত্তরঃ মাছ আর পলো

৪৪)     হাতা আছে মাথা নেই পেট আছে তার নাড়ি নেই

    উত্তরঃ পাঞ্জাবী

৪৫)     আমি থাকি জলে তুমি থাকো ডালে

    তোমার আমার দেখা হবে মরণের কালে

    উত্তরঃ মরিচ ও মাছ

৪৬)     হিম হিম গুদে বাচ্চা মুখে ডিম

    উত্তরঃ কলাগাছ, কলা

৪৭)     কালো কালো পাখিরা কালো ঘাস খায়

    রাত হলে পাখিগুলো খোয়াড়েতে যায়

    উত্তরঃ চুল ও কাঁইচি

৪৮)     শুতি গেলি দিতি হয় না দিলি ক্ষতি হয়

    উত্তরঃ দরজা

৪৯)     হাড় গোড়োই বেড়ায় বাছুর দোড়োয় বেড়ায়

    উত্তরঃ ডিমের খোসা ও মুরগীর বাচ্চা

৫০)     তিন হুজুরের এক টুপি

    উত্তরঃ তাল

৫১)     হাত নেই পা নেই পাছা দিয়ে গর্ত করে

    উত্তরঃ কলসী

৫২)     জলে চলে ছোঁয় না পানি

    উত্তরঃ জোনাকী

৫৩)     আন্ধারে পুকুর গড়ানো ঘাট ৩২টি পাট তার ১ খানি ঘাট

    উত্তরঃ দাঁত

৫৪)     লোহার খুটি কাঁচের ঘর তার মধ্যে বসে আছে আলোমতির বর

    উত্তরঃ হারিকেন

৫৫)     মাটির হাঁড়ি কাঠের গাই বছর বছর দোহায় খায়

    উত্তরঃ খেজুর গাছ

৫৬)     দিতি গেলি উহ আহ, দিয়া হলি আহ্ আহ্ 

    উত্তরঃ চুড়ি

৫৭)     দোতলায় বসে আছে এবাদতের দাদি খায় না দায় না পেট ভরা তার নেদি

    উত্তরঃ পেঁপে

৫৮)     ওরে মঙ্গলি তুই বড় ঢোঙ্গলি, টক্কর, টক্কর গাল ভরা তুলোসী

    উত্তরঃ মান্দারের ফুল

৫৯)     দিলে খাইনা না দিলে খাই

    উত্তরঃ টোনা

৬০)     বাটির মধ্যে বাটি এমন করে পাটি 

    যেই না আজ বলতে পারে তার নাকটি কাটি

    উত্তরঃ চালতা

৬১)     উপর হতে পলো কি ওরে আল্লা হলো কি

    ঘর বেরোল দরজা দিয়ে আমি বেরোব কোন পথ দিয়ে

    উত্তরঃ জাল

৬২)     আমার ছোট একটা ভাই সে লেজ দিয়ে পানি খায়

    উত্তরঃ চেরাগ

৬৩)     উপর হতে পড়ে বুড়ি খেতা মুড়ি দিয়ে

    সেই বুড়ি কথা বলে সবার মাঝে গিয়ে

    উত্তরঃ কোরআন শরীফ

৬৪)     এক গাছ টান দিলে বেত গাছ নড়ে, কোকিল ডাকে কক কক করে

    উত্তরঃ হুক্কা

৬৫)     আমি যারে আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম

    আবার চলে গেলে তাকে নিয়ে আসলাম

    উত্তরঃ বৃষ্টি

৬৬)     খাল বিল শুকায় গেল গাছের আগায় পানি থাকলো

    উত্তরঃ নারকেল

৬৭)     আল­ার কী কুদরত লাঠির ভিতর শরবত

    উত্তরঃ আখ

৬৮)     তিনজন ধরে একজন ভরে ফেনা উঠোই ছাড়ে

    উত্তরঃ চুলা

৬৯)     ঘরের মধ্যি ঘর, তার মধ্যিও ঘর

    উত্তরঃ মশারী

৭০)     ৮ পায় চলে ৪ পা ধরে, ভুত নাই, ভাল্লুক নাই, আস্ত মানুষ বসে

    উত্তরঃ পালকী

৭১)      উঁচো ভিটে নিচে মাটি চুল ছেড়ে দাড়ায়ে আছে আস্ত এক বেটি

    উত্তরঃ খেজুর গাছ

৭২)     বাড়ি থেকে সবাই চলে গেল মুরব্বিকে ঝুলায় গেল

    উত্তরঃ তালা

৭৩)     নড়িতি জড়িঘড়ি পুঙ্গা দি বাঁশ

    ফুল ধরে না ফল ধরে না ধরে বারো মাস

    উত্তরঃ পান

৭৪)     আঁধার ঘরে বাঁদর নাচে, না না করলে আরো নাচে

    উত্তরঃ জিহ্বা

মন্তব্য: