সঙ্গীতশিল্পী, কবি ও সংগঠক। জন্ম মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামের মুন্সী পরিবারে। মোবাইল: ০১৭১৭-৪৮৯৯৯৩। শিল্পী সাইফুল ইসলাম হীরক প্রত্যয় সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার হাতে অনেক গুণী শিষ্যের সৃষ্টি হয়েছে। গানের প্রথম শিক্ষা গুরু তাঁর  মা, তার সাথে রাতে বিছানায় শুয়ে একসাথে কন্ঠ মিলিয়ে তাকে গান শেখাতেন। পরে  শিল্পী  মো: ফকরুল ইসলাম তুরান, তার পর ওস্তাদ চণ্ডী প্রসাদ চট্টোপাধ্যায়  এবং শেষে  ওস্তাদ  ধীরেন্দ্র নাথ চক্রবর্তী  এর কাছে ক্ল্যাসিকাল এর তালিম নিয়েছেন।  তবে  তার মা ই তার  প্রকৃত  সঙ্গীতগুরু।

মন্তব্য: