1. স্মরণীয় বরণীয়

শহীদ আ. ন. ম. মনিরুজ্জামান (১৯২৪ – ১৯৭১)

শহীদ আ. ন. ম. মনিরুজ্জামান ১৯২৪ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন তারাউজিয়াল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মুহম্মদ মূসা। শহীদ আ. ন, ম, মনিরুজ্জামান নড়াইল হাইস্কুল থেকে ১৯৪০ সালে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। উক্ত কলেজ থেকে আই.এস.সি এবং বি.এস.সি অতপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ সালে এম.এ পাস করেন। কর্মজীবনে তিনি ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের লেকচারার হিসেবে যােগদান করেন এবং ১৯৬৭-১৯৭১ সাল পর্যন্ত তিনি পরিসংখ্যান বিভাগের অধ্যক্ষ ছিলেন। পরিসংখ্যানবিদ হিসেবে তিনি খ্যাত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকারে তিনি পরিণত হন। অর্থাৎ ২৫ মার্চ ‘৭১ রাতে পাকবাহিনীর প্রথম নৃশংস হামলায় তিনি শহীদ হন। পরিসংখ্যানের উপর তিনি একটি মূল্যবান গ্রন্থ লিখে গেছেন।

মন্তব্য: