
নহাটা শত বছরের কালী মন্দির। পাশেই শনি মন্দির। নবগঙ্গা নদীর পাড়ে নিরিবিলি মনোরম পরিবেশে এই মন্দির দু’টি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে অবস্থিত। নহাটা বাজার থেকে এটি ১ কি.মি পশ্চিমে। মন্দির দুটিকে ঘিরে এখানে রয়েছে একটি নান্দনিক আশ্রম। এই মন্দিরের পাশেই রয়েছে একটি মহাশ্মশান।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ভক্তবৃন্দ আসেন পুজো দিতে আর মনস্কামনা পূরণে মানত নিয়ে। মন্দিরের পুরোহিত কার্তীক চন্দ্র ভট্টাচার্য। বয়স ৯৮ বছর। তিনি এখানে পুরোহিত হিসেবে আছেন ৫০ বছর যাবৎ।
মন্তব্য: