1. মাগুরা

হাফিজুর রহমান (১৯৩৭- )

কন্ঠশিল্পী-সুরকার-গীতিকার ও লেখক হাফিজুর রহমানের জন্ম ৫ ফ্রেব্রুয়ারী ১৯৩৭ খ্রিস্টাব্দে মাগুরা জেলার ধোয়াইল গ্রামে মাতুলায়য়ে। প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আব্দুল লতিফ, জনাব খন্দকার নুরুল আলম ও ওস্তাদ কাদের জামেরীর নিকট থেকে পাঠ গ্রহণ করেন। লোক সংগীত সম্রাট আব্বাস উদ্দীন ও লোক সংগীতের দিকপাল নির্মলেন্দু চৌধূরীর (কোলকাতা) সান্নিধ্যে বিভিন্ন সময়ে তিনি লোক সংগীতের  উৎকর্ষ বিষয়ক উপদেশ লাভে সাংগীতিক জীবন সমৃদ্ধ করেন। ১৯৬৩ খ্রিঃ হতে ঢাকা বেতারে এবং ১৯৬৬ খ্রিঃ হতে টেলিভিশনে কন্ঠসংগীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। বেতারে ১৯৬৮ খ্রিঃ এবং পরবর্তীতে টেলিভিশনে গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। যশোরের আঞ্চলিক ভাষায় রচিত তাঁর ‘নাতি খাতি বেলা গেল শুতি পাললাম না ………’ গানটি আজও অম্লান। হাফিজুর রহমানের রচনা ও সুরে তাঁর স্বকন্ঠে এবং ভারত ও বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরা গান গেয়েছেন। হাফিজুর রহমানের গানে রয়েছে সামাজিক কুসংষ্কার ও প্রথাবিরোধী আন্দোলন প্রয়াসী সোচ্চার সমালোচনা। তিনি সংগীতের একজন সুশিক্ষিত প্রশিক্ষক হিসেবেও নিজেকে ব্যাপৃত রেখেছেন বিভিন্ন সংগীত প্রতিষ্ঠানে। হাফিজুর রহমান ভাওয়াইয়া গানের একজন দক্ষ শিল্পী। লোক-ঐতিহ্যের আবহে রচিত গানেই তিনি সফলতা পেয়েছেন বেশি। এ ছাড়া একজন সমাজ সচেতন লেখক-কবি হিসাবে বাংলাদেশের এবং পশ্চিম বাংলার অনেক পত্র-পত্রিকায় জনাব রহমানের লেখা প্রকাশিত হয়ে আসছে। ইতোমধ্যে তাঁর লেখা দুটি বই “তবে কিন্তু কেন” এবং “স্রষ্টা সমীপে” দেশ-বিদেশে সুধী সমাজের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। ব্যক্তি জীবনে তিনি একজন ইঞ্জিনিয়ার এবং অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী।

মন্তব্য: