কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক ও সাংবাদিক। পিতা রজব আলী মোল্যা। মাতা রাবেয়া বেগম। বর্তমান ঠিকানা গ্রাম-তারাউজিয়াল, উপজেলা-শ্রীপুর, জেলা-মাগুরা। মোবাইল ০১৭১২-৬৫৪১৪০। ই- মেইল musafirnazrul@yahoo.com সম্পাদনা করেছেন সাহিত্যের কাগজ পিঙ্গল ও লিহিনা। বাংলা একাডেমির সদস্য (সদস্য নং-৩৬১১)। ২০১৩ সাল থেকে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি। দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা ও লিটিল ম্যাগে দুই শতাধিক অনুবাদ, গবেষণা প্রবন্ধ, কবিতা ও ফিচার প্রকাশিত। সাংবাদিকতা করেছেন ‘দি নিউজ ক্লাব’, ‘সাপ্তাহিক যায়বেলাযায়’ ‘মাসিক পিঙ্গল’-এর উপদেষ্টা সম্পাদক (১৯৯৫-১৯৯৯)। ‘দৈনিক ইনকিলাব’ ও ‘দৈনিক ডেসটিনি’ কাগজে। বর্তমানে তিনি ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’-পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে ২০১২ সাল থেকে দায়িত্বরত। প্রকাশিত গ্রন্থ  উপন্যাস ‘শেষ দেখা বেলা’ (১৯৯৮), ‘বিশ্বাসের বেসাতি’ (১৯৯৯)। কাব্য: ‘নব্বই দশকের প্রেমের পদাবলী’ (১৯৯৯)। মুক্তিযুদ্ধ বিষয়কগ্রন্থ: মুক্তিযুদ্ধে শ্রীপুর (২০১৭, সম্পাদিত)। সংকলন ও সম্পাদনা: ‘সুকান্ত সমগ্র’ (ভূমিকা) (২০০৫), মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘শ্রেষ্ঠ উপন্যাস’ (ভূমিকা ও সংকলন) ২০১৯, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘জননী’ (ভূমিকা) ২০১৯, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ (ভূমিকা) ২০১৯, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ (ভূমিকা) ২০১৯, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘অহিংসা’ (ভূমিকা) ২০১৯, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ নদী সবুজ বন’ (ভূমিকা) ২০১৯। পুরষ্কার অর্জন অনুবাদ সাহিত্যে মাগুরার ‘নবগঙ্গা সাহিত্যগোষ্ঠী সম্মাননা পদক ২০০৮’ লাভ। সাংবাদিকতায় ঢাকাস্থ ‘আট-ই ফাল্গুণ স্মৃতি সংসদ সম্মাননা পদক ২০০৯’ লাভ।

মন্তব্য: