কথাসাহিত্যিক ও কবি। জন্ম মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন আমলসার গ্রামে। বাবা অধীর বিশ্বাস। মা পবিত্র রাণী। মোবাইল ০১৭২৪-৮৪৬৮৭১। দীর্ঘ এক যুগ সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। কবিতা দিয়ে সাহিত্যিকজীবন শুরু হলেও তিনি এখন পুরোপুরি কথাসাহিত্যিক ও গল্পকার। শুধুমাত্র ছোটকাগজেই তার লেখালেখির প্রত্যয়। প্রতিশিল্প চতুর্থ সংখ্যা পর্যন্ত তিনি প্রকাশক ছিলেন। প্রতিশিল্প ছাড়াও তিনি অনিন্দ্য, জঙশন, তালখড়ি, দ্রষ্টব্য, চালচিত্র প্রভৃতি লিটলম্যাগে তিনি গল্প লিখে আসছেন। তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ- ‘কুঞ্জো’ (ফাল্গুন ১৪১২) এবং ‘মু-ুটা যিনি কাচের মার্বেলের মতো খেলেন’, তার উপন্যাস ‘ছেঁড়াছুটো হাড় মাংসের বেহুলা লক্ষিন্দর’ (২০১০), ‘আদমের ছাল বাকল অথবা অন্ধকারের তেলোপোকা’, ‘একখ- মনুসংহিতা’ এবং ‘কালের গান্ধারী’।

মন্তব্য: