সাংবাদিক ও গণমাধ্যম কর্মী। জন্ম মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামে। মোবাইল : ০১৭১৫-৩৬৮৪৩৭। ই-মেইল hossainmagura@gmail.com ১৯৮৮ সালে দৈনিক পত্রিকায় প্রথম সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি দৈনিক দিনকাল, দৈনিক জনতা, যায় যায় দিন প্রতিদিন, ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টার, দৈনিক বণিক বার্তা, সাপ্তাহিক সুগন্ধা ও সাপ্তাহিতক খবরাখবর পত্রিকায় কাজ করেন। গণমাধ্যম চ্যানেল আই টেলিভিশন ও আরটিভিতে জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। তিনি সাপ্তাহিক মাগুরা বৃত্তান্ত’র সম্পাদকের দায়িত্ব পালন করেন। হোসেন সিরাজ ২০১৬ সালে আলাকেচিত্রী হিসাবে মাগুরা জলো শল্পিকলা একাডেমি সম্মাননার জন্য মনোনীত হয়ছেনে। সংবাদকিতার পাশাপাশি সংস্কৃতি র্কমী হিসাবে মাগুরায় তাঁর পরিচিতি রয়েছে। সাংবাদকিতা পশোর প্রয়োজনেই মূলত ফটোগ্রাফিতে নিজেকে সম্পৃক্ত করনে। কিন্তু সংবাদ পরিবেশনের জন্য ছবি তোলার পাশাপাশি বিভিন্ন ঘরণের ছবি তোলার সাথে সাথে সময়ের ব্যবধানে তিনি বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য, গ্রামীণ মানুষের জীবনযাত্রা, প্রকৃতসিহ নানা বিষয়ে ছবি তুলতে আগ্রহী হন।

জেলা র্পযায়ে পেশাগত সাংবাদিকতার চ্যালেঞ্জ গ্রহণসহ বভিন্নি সংবাদের সাথে সর্ম্পকিত ছবি তোলার পাশাপাশি সময়ের ব্যবধানে তিনি তাঁর ক্যামেরাকে ব্যবহার করতে থাকেন বিভিন্ন বিষয়ভিত্তিক ছবি তোলার কাজে। র্বতমানেও সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত হোসেন সিরাজের ক্যামেরায় ধারণ করা বিষয়ভিত্তিক ছবি নিয়ে ২০০০ সালের ১৪ জানুয়ারি মাগুরা জেলার ইতিহাসে প্রথম আলাকচিত্র প্রর্দশনীটি অনুষ্ঠিত হয় মাগুরা প্রেসক্লাব প্রাঙ্গণে (র্বতমানে যেখানে প্রেসক্লব মার্কেট গড়ে উঠেছে। দিনব্যাপী এই আলাকেচিত্র প্রদর্শনীতে প্রদর্শিত প্রকৃতি গ্রামীণ শিশুসহ সাধারণ মানুষের জীবনযাত্রা, বাঙালি সংস্কৃতসিহ বিষয়ভিত্তিক ছবিগুলো প্রদর্শনীতে আগত দর্শকদের কাছে দারুণভাবে প্রশংসিত হয়।

১৯৯৯ সালের সেপ্টেম্বর মাস থেকে হোসেন সিরাজ ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টার পত্রিকার মাগুরা প্রতিনিধি হিসাবে যোগ দেওয়ার পর থেকে যথাযথভাবে পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যেই মূলত তিনি ফটোগ্রাফিতে মনোনিবেশ করেন। ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল র্পযন্ত ডেইলি স্টার পত্রিকার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনকালে তাঁর ক্যামেরায় ধারণকৃত ছবি পত্রিকা র্কতৃপক্ষসহ পাঠকমহলে সমাদৃত ও প্রশংসতি হয়। সেটাই তাঁর আলোকচিত্র গ্রহণে বিশেষভাবে মনযোগী হয়ে ওঠার অন্যতম কারণ। ২০১৪ সাল থেকে তিনি ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য: