সাংবাদিক ও ছড়াকার। জন্ম: টুকি নগর, আড়পাড়া, শালিখা, মাগুরা জেলার শালিখা উপজেলাধীন আড়পাড়ার টুকিনগর গ্রামে। মাবাইল ০১৭১৪- ৯৫৩৮০৮। ১৯৮৮ সালে সাপ্তাহিক আল হেলাল পত্রিকায় প্রথম সাংবাদিকতা করেন। এরপর তিনি দৈনিক স্ফুলিংগ, দৈনিক কল্যাণ, দৈনিক পুর্বাঞ্চল, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক দিনকাল, দৈনিক মাতৃভ‚মি, দৈনিক খবরপত্র, দৈনিক আজকের কাগজে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
মন্তব্য: