নাট্যশিল্পী ও নাট্যপরিচালক। জন্ম মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামে। বাবা এম সিরাজুল ইসলাম। মাতা সফুরা খানম। ১৯৭২ সালে কৈশরেই তার নাটকে হাতে খড়ি। ১৯৭৯ সালে মাগুরা টাউন হল ক্লাবের আয়োজনে আব্দুল্লা আল মামুন রচিত সুবচন নির্বাসনে নাটকে অভিনয় করেন। ঐ নাটকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও লাভ করেন। চল্লিশোর্ধ নাটকে তিনি অভিনয় করেছেন। মাগুরার বাইরে অন্য অনেক জেলায়ও তিনি অভিনয় করেছেন। তার সমসাময়িক অভিনেতা ছদরুল আলম পানু, মুন্সী আলী আকবর, জাহিদুল ইসলাম বাকু, কামরুল হুদা নিহার, বিবেকানন্দ দাস, কাজী সুফিয়ান, আব্দুল ওহাব দুলাল, দেলোয়ার হোসেন দিলু, খন্দকার বদরুল আলম মিন্টু, মোস্তাফিজুর রহমান শাহীন, কামরুল হাসান মুকুল, নিশান জায়েদ বিন কবির প্রমুখ।

মন্তব্য: