কবি ও সাহিত্যিক। জন্ম ১৫ জানুয়ারি ১৯৪০ খ্রিঃ মাগুরা শহরের ইসলামপুর পাড়ায়। বাবা ডাঃ মোকাদ্দেস হোসেন এবং মাতা আয়েশা খাতুন। ভাই আমিনুল ইসলাম চান্দু মিয়া মাগুরার অন্যতম ভাষাসৈনিক। মাজেদা খাতুন মহালক্ষী বালিকা বিদ্যালয় (বর্তমানে মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়) থেকে ১৯৫৬ সালে মেট্রিকুলেশান পাশ করেন। ১৯৫৮ সালে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এই কলেজ থেকেই তিনি ১৯৬০ সালে গ্রাজুয়েশান ডিগ্রি সম্পন্ন করেন। উল্লেখ্য তিনি কলেজে প্রথম মহিলা গ্রাজুয়েট। ১৯৬১ সালে তিনি ময়মনসিংহ উইমেন কলেজ থেকে বিএড সম্পন্ন করে বর্তমান মাগুরা সরকারি গার্লস স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন ১৯৬২ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত। তার স্বামীর চাকুরি সূত্রে রজাশাহী শহরে বাস। তার প্রকাশিত গ্রন্থ দুঃসময়ের ডায়েরি (স্মৃতিচারণ) এবং ডানপিঠে ডাকু (স্মৃতিচারণ)। মাজেদা খাতুন রত্নগর্ভা মা। তিনি ২০২০ সালে মাগুরা লেডিস ক্লাব কর্তৃক রত্নগর্ভা মায়ের সম্মাননা লাভ করেন। 

মন্তব্য:

মাজেদা খাতুন (১৯৪০- )

কবি ও সাহিত্যিক। জন্ম ১৫ জানুয়ারি ১৯৪০ খ্রিঃ মাগুরা শহরের ইসলামপুর পাড়ায়। বাবা ডাঃ মোকাদ্দেস হোসেন এবং মাতা আয়েশা খাতুন। ভাই আমিনুল ইসলাম চান্দু মিয়া মাগুরার অন্যতম ভাষাসৈনিক। মাজেদা খাতুন মহালক্ষী বালিকা বিদ্যালয় (বর্তমানে মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়) থেকে ১৯৫৬ সালে মেট্রিকুলেশান পাশ করেন। ১৯৫৮ সালে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এই কলেজ থেকেই তিনি ১৯৬০ সালে গ্রাজুয়েশান ডিগ্রি সম্পন্ন করেন। উল্লেখ্য তিনি কলেজে প্রথম মহিলা গ্রাজুয়েট। ১৯৬১ সালে তিনি ময়মনসিংহ উইমেন কলেজ থেকে বিএড সম্পন্ন করে বর্তমান মাগুরা সরকারি গার্লস স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন ১৯৬২ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত। তার স্বামীর চাকুরি সূত্রে রজাশাহী শহরে বাস। তার প্রকাশিত গ্রন্থ দুঃসময়ের ডায়েরি (স্মৃতিচারণ) এবং ডানপিঠে ডাকু (স্মৃতিচারণ)। মাজেদা খাতুন রত্নগর্ভা মা। তিনি ২০২০ সালে মাগুরা লেডিস ক্লাব কর্তৃক রত্নগর্ভা মায়ের সম্মাননা লাভ করেন। 

মন্তব্য: