1. স্মরণীয় বরণীয়

মােঃ আঃ আজিজ এ্যাডভােকেট (১৯৩৮ -)

মােঃ আব্দুল আজিজ এ্যাডভােকেট ১৯৩৮ সালের ১৯ জানুয়ারি মাগুরা জেলার শালিখা উপজেলাধীন শালিখা ইউনিয়নের দক্ষিণ সরুসােনা গ্রামের পূর্ব খালকুল পাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মােঃ ছােবদুল সিকদার ও মাতার নাম মােছাঃ মাজু বিবি। তিনি মাতা ও পিতার একমাত্র সন্তান। ১৯৪৫ সালে তিনি বুনাগাতী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথমশ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হন। ঐ বছরই অর্থাৎ ১৯৪৬ সালে তাঁর মাতা মােছাঃ মাজু বিবি ইন্তেকাল করেন। তিনি ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত বুনাগাতী মাইনর স্কুলে লেখাপড়া করেন। ১৯৫০ সালে ৬ষ্ঠ শ্রেণী পাস করার পর ১৯৫১ সালে পুলুম জুনিয়র হাইস্কুলে সপ্তমশ্রেণীতে ভর্তি হন এবং উক্ত স্কুলে তিনি অষ্টমশ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর ১৯৫৩ সালে গঙ্গারামপুর হাইস্কুলে নবম শ্রেণীতে ভর্তি হন কিন্তু ১৯৫৩ সালেই তাঁর পিতা মােঃ ছােবদুল সিকদার ইন্তেকাল করেন। তখন উপযুক্ত কোনা অভিভাবক না থাকার কারণে লেখাপড়া করতে ব্যর্থ হন। মাত্র ১৫ বছর বয়সে পিতৃবিয়ােগের কারণে তিনি স্বহস্তে পৈতৃক সম্পত্তিতে হাল চাষ শুরু করেন। ১৯৫৫ সালে যশাের জেলার বেজপাড়া নিবাসী বিহারী ড্রাইভার শেখ আহম্মদের নিকট থেকে ৮৩ নম্বর ট্রাকে হেলপার দিয়ে কাজ শুরু করেন, ড্রাইভিং শিক্ষা গ্রহণ করেন। কিছুদিন পর তিনি একটা এ্যাকসিডেন্ট করেন। এ কারণে মানসিক পরিবর্তনের জন্য ‘প্রাইভেটকার চালানাের চাকরি বাদ দিয়ে নিজবাড়িতে ফিরে আসেন। পরবর্তীতে ১৯৫৬ সালে তিনি বুনাগাতী আমজেদিয়া হাইস্কুলে পুনরায় নবমশ্রেণীতে ভর্তি হন এবং তিনমাস নবমশ্রেণীতে পড়ার পর ডবল প্রমােশন নিয়ে ঐ বছরই দশমশ্রেণীতে

পড়ালেখা শুরু করে টেস্ট পরীক্ষায় এ্যালাও হয়ে ১৯৫৭ সালে উক্ত হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে বাড়িতে বসে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ানাের পাশাপাশি নিজেও মােক্তারী পড়ার জন্য প্রাইভেটভাবে লেখাপড়া করেন। ১৯৬৩ সালে মােক্তারী পরীক্ষায় পাস করেন। ১৯৬৪ সালে মাগুরা ফৌজদারী আদালতে আইন ব্যবসা শুরু করেন। ১৯৭৪ সালে তদানীন্তন বাংলাদেশ সরকারের জারিকৃত অডিন্যাসের বুনিয়াদে ১৯৭৫ সালে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ্যাডভােকেট হিসেবে মাগুরা ফৌজদারী আদালতেই আইন ব্যবসা করতে থাকেন। ১৯৮৪ সালের ১ মার্চ মাগুরা জেলা ঘােষণার পর ১৯৮৫ সাল থেকে তিনি মাগুরা জজ কোটে নিয়মিতভাবে প্রাকটিস করতে থাকেন। আইন ব্যবসার মাঝ দিয়েও তিনি বিভিন্ন প্রকার পুস্তক লিখেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ: ফৌজদারী মােকদমার কলা-কৌশল’ (১ম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড), বিমেল কেসের কলা-কৌশল’, ‘মার্ডার কেসের কলা-কৌশল’, ‘আজিজ মােডিক্যাল জুরিসপ্রুডেন্স’ (বাংলা ভাষায়), ‘কোরআন ও বিজ্ঞান”, ‘বিশ্বনবী ও চার খলিফা’, ‘কবিতায় গ্রামার’, ‘প্রাথমিক গ্রামার’, ‘প্রাথমিক ওয়ার্ড বুক’, বাংলাদেশ ও পৃথিবী’, ‘ফ্রেজেজ এন্ড ইডিয়মস’, “বিশ্ব সংবাদ’, ‘গ্রামীণ ছােটগল্প, “সর্পদংশন চিকিৎসা’, ‘চল্লিশের গুণাগুণ”, ‘শত ব্যাধি শত ঔষধ”,’আমার কর্মজীবন’, ‘শ্রীকৃষ্ণের জীবনী ভৌগলিক বিষয়ক’, ‘শ্রীমদ ভগবদ জন্মভূমি গীতার সারমর্ম, “স্রষ্টা ও সৃষ্টি (হিন্দুশাস্ত্ মতে) ইত্যাদি। মােঃ আব্দুল আজিজ এ্যাডভােকেট সাহেবের অপ্রকাশিত গ্রন্থের সংখ্যাও ২০টির মত।

মন্তব্য: