1. সংগঠন

স্বাধীনতাত্তোর মাগুরার সাহিত্য সংগঠন

নবগঙ্গা সাহিত্য গোষ্ঠী, মাগুরা

প্রতিষ্ঠাকাল: ১৯৭৫ খ্রীঃ। বর্তমান সভাপতি: বিবেকানন্দ মজুমদার। সাধারণ সম্পাদক: বি এম এ হালিম। এ সংগঠনের প্রকাশিত কাগজের নাম নবগঙ্গা। 

কাদের নওয়াজ সাহিত্য সংসদ, মাগুরা

প্রতিষ্ঠাকাল: ১৯৭৯ খ্রীঃ। সভাপতি: এম মনির উজ জামান। সম্পাদক: সাগর জামান।

তরঙ্গ সাহিত্য সংসদ, মাগুরা

প্রতিষ্ঠাকাল: ১৯৮০ খ্রীঃ। সভাপতি: নাজমুল হাসান লোভন। সাধারণ সম্পাদক: জহুরুল ইসলাম।

হাতিয়ার সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, মাগুরা

প্রতিষ্ঠাকাল: ১৯৮২ খ্রীঃ। বর্তমান সভাপতি: মোঃ মাহফুজুর রহমান খাঁন। সাধারণ সম্পাদক: মোঃ মাসুদুর রহমান। হাতিয়ার নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করে এ সংগঠনটি। 

চেতনা সাহিত্য সংসদ, মাগুরা 

প্রতিষ্ঠাকাল: ১৯৮৩ খ্রীঃ। সভাপতি: কামরুল হাসান ডলার। 

মাগুরা উদীচী সাহিত্য বিভাগ 

প্রতিষ্ঠাকাল: ১৯৮৫ খ্রীঃ। বর্তমান সম্পাদক: বিজন কৃষ্ণ বিশ্বাস। উদীচী প্রকাশ করে উদীচী নামে একটি পত্রিকা। 

প্রভাতী সাহিত্য ও সেবা সংসদ, মাগুরা 

প্রতিষ্ঠাকাল: ১৯৮৮ খ্রীঃ। সভাপতি: খান শরাফত হোসেন। সাধারণ সম্পাদক: বাবুল আক্তার। 

লুৎফর রহমান স্মৃতি সংসদ, মাগুরা 

প্রতিষ্ঠাকাল: ১৯৮৯ খ্রীঃ। সভাপতি: মুন্সী বসির উদ্দিন। সাধারণ সম্পাদক: শরীফ মিজানুর রহমান। 

নির্মাণ সাহিত্য সংসদ, মাগুরা

প্রতিষ্ঠাকাল: ১৯৯০ খ্রীঃ। সভাপতি: অনিল দে মণি। সাধারণ সম্পাদক: ইব্রাহীম আলী মোনাল। 

বর্ণালী সাহিত্য পরিষদ, মাগুরা 

প্রতিষ্ঠাকাল: ১৯৯২ খ্রীঃ। সভাপতি: ভোলানাথ শিকদার। সাধারণ সম্পাদক: অনিল দে মণি। 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, মাগুরা

প্রতিষ্ঠাকাল: ১৯৯৪ খ্রীঃ। সভাপতি: নজরুল ইসলাম টগর। সাধারণ সম্পাদক: শামীম আহমেদ খান।

মাগুরা সাহিত্য পরিষদ 

প্রতিষ্ঠাকাল: ১৯৯৪ খ্রীঃ। সভাপতি: সাগর জামান। সাধারণ সম্পাদক: মাসুম পারভেজ। 

নবীন সাহিত্য পরিষদ, মাগুরা

প্রতিষ্ঠাকাল: ১৯৯৫ খ্রীঃ। সভাপতি    : কমল হাসান। সাধারণ সম্পাদক: রাশেদুল ইসলাম সাজ্জাদ। 

লেখক জোট, মাগুরা

প্রতিষ্ঠাকাল: ১৯৯৭ খ্রীঃ। প্রতিষ্ঠাতা সভাপতি: মিয়া ওয়াহিদ কামাল বাবলু, বর্তমান সভাপতি: শামীম আহমেদ খান। প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক: ইব্রাহিম আলী মোনাল। সংগঠনটি লেখক ও শেকড়ের সন্ধানে নামে দু’টি পত্রিকা প্রকাশ করে। 

অনির্বাণ সাহিত্য সংসদ, মাগুরা

প্রতিষ্ঠাকাল: ১৯৯৮ খ্রীঃ। প্রতিষ্ঠাতা সভাপতি: খন্দকার রাশিদ আশরাফ, সর্বশেষ সভাপতি: হাফেজা আনোয়ার। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক: ওয়ালিউজ্জামান রিংকু। এ সংগঠনের প্রকাশিত কাগজ নদীপ্রবাহ, সাহিত্য আড্ডা, আঁচড় ও মাটি। 

কলমের সৈনিক সংসদ 

প্রতিষ্ঠাকাল ১৯৯৯ খ্রীঃ। ঠিকানা: মহম্মদপুর, মাগুরা। প্রতিষ্ঠাতা: সালাউদ্দিন আহমেদ মিল্টন। বর্তমান সভাপতি দিলীপ অধিকারী। বর্তমান সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। কলমের সৈনিক সংসদের সাহিত্য আসর অনুষ্ঠিত হয় প্রতি শুক্রবার। কলমের সৈনিক সংসদে নাট্যবিভাগ চালু হয় ২০০০ সালে। এটি কলমের সৈনিক নাট্য সংসদ নামে পরিচিত যা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুমোদনপ্রাপ্ত। এই বিভাগের প্রতিষ্ঠাতাও সালাউদ্দিন আহমেদ মিল্টন। সংগঠনটি বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রনালয়ের অর্থায়নে রাজা সীতারাম রায় নাটকের মঞ্চায়ন করেছে ২০১৯ সালের একুশে বইমেলায়। সংগঠনটির উল্লেখযোগ্য নাট্যশিল্পী ফেরদৌস আক্তার জলি, দীলিপ কুমার অধিকারী, মোরাদ হোসেন, আরিফুল ইসলাম, ইকবাল হোসেন, মতিউর রহমান, আনিচুর রহমান, দিদারুল ইসলাম, সীমান্ত মজুমদার প্রমুখ। কলমের সৈনিক সংসদে সঙ্গীত বিভাগ রয়েছে যার অধ্যক্ষ ফেরদৌস আক্তার জলি।

বন্ধন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ 

প্রতিষ্ঠাকাল: ২০০১ খ্রীঃ। সভাপতি: বীরেন মুখার্জী। সাধারণ সম্পাদক: আলী হাসান। ঠিকানা: আড়পাড়া, শালিখা, মাগুরা।

মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদ 

প্রতিষ্ঠাকাল: ২০০৫ খ্রীঃ। বর্তমান সভাপতি: জাহাাঙ্গীর কবির। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক: এম এক হাকিম। ঘাসফুল নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করে এই সংগঠন। 

গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ, মাগুরা শাখা 

প্রতিষ্ঠাকাল: ২০০৯ খ্রীঃ। প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি: পরেশ কান্তি সাহা। বর্তমান সাধারণ সম্পাদক: তপন কুমার তপু।

সপ্তক সাহিত্য চক্র, মাগুরা 

প্রতিষ্ঠাকাল: ২০১১ খ্রীঃ। প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি: বিকাশ মজুমদার। প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক: শিকদার ওয়ালিউজ্জামান। সপ্তক সাহিত্য চক্র’র প্রকাশিত ছোটকাগজ সপ্তক ও জলসিঁড়ি। 

নবীনবন্ধু শিক্ষা ও সাহিত্য ফাউন্ডেশন 

প্রতিষ্ঠাকাল: ২০১২ খ্রীঃ। প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি: আলী হাসান। সাধারণ সম্পাদক: সোহেল সবুজ। সংগঠনটি সেমিকোলন নামে একটি পত্রিকা প্রকাশ করে।  ঠিকানা: বিনোদপুর, মহম্মদপুর, মাগুরা।

স্পৃহা সাহিত্য পরিষদ, মাগুরা 

প্রতিষ্ঠাকাল: ২০১৫ খ্রীঃ। প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি: মোল্যা আবু সাঈদ। সাধারণ সম্পাদক: দেলোয়ার হোসেন খান।

দক্ষিণ বাংলা লেখক ফোরাম, মাগুরা 

প্রতিষ্ঠাকাল: ২০২০ খ্রীঃ। বর্তমান সভাপতি: রহমান তৈয়ব। সাধারণ সম্পাদক: মোঃ ফসিয়ার রহমান।

বর্ণমালা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, মাগুরা

প্রতিষ্ঠাকাল: ২০১৯ খ্রীঃ। সভাপতি: কাজী সিরাজ উদ্দিন মিহির। সাধারণ সম্পাদক: লিটন ঘোষ জয়।

নবমতি সাহিত্য পরিষদ

প্রতিষ্ঠাকাল: ২০১৮ খ্রীঃ। প্রতিষ্ঠাতা: মোঃ সাজাহান মিয়া ও মোঃ হাবিবুল্লাহ। ঠিকানা: নহাটা, মহম্মদপুর, মাগুরা।

মন্তব্য: